Narendra Modi’s Mother: আহমেদাবাদের হাসপাতালে ভর্তি নরেন্দ্র মোদীর মা, কী হয়েছে হীরাবেনের?

।। প্রথম কলকাতা।।

Narendra Modi’s Mother: বুধবার আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে। এর আগেও ১০০ বছর বয়সী হীরাবেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ‘জী নিউজ’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রধানমন্ত্রীর মাকে।

গুজরাট (Gujarat) বিধানসভা নির্বাচনের প্রচারের পর প্রধানমন্ত্রী গান্ধীনগরে তাঁর বাসভবনে দেখা করেছিলেন হীরাবেনের সঙ্গে। সেদিন মার পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি। মার সঙ্গে বসে চা খেতে খেতে কিছুক্ষণ গল্পও করেছিলেন। এদিকে মঙ্গলবার গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছোট ভাই প্রহ্লাদ মোদী। রিপোর্ট অনুযায়ী, তিনি তাঁর ছেলে, পুত্রবধূ এবং নাতিকে নিয়ে বান্দিপুরে যাচ্ছিলেন। যখন তাঁর মার্সিডিজ বেঞ্জ গাড়ি কর্নাটকের মাইসুরুর কাছে ডিভাইডারে ধাক্কা খায়। প্রহ্লাদ মোদীকে (Prahlad Modi) তাঁর পরিবারের সঙ্গে চিকিৎসার জন্য JSS হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সামান্য আঘাত পেয়েছেন তাঁরা। বর্তমানে নিরাপদে রয়েছেন। গত জুনে ১০০ বছর পেরিয়েছেন হীরাবেন। মায়ের ১০০ বছরের জন্মদিনে গান্ধীনগরের বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তখন মায়ের পা ধুয়ে দিতেও দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে ভাই পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন হীরাবেন। দেখতে গেলে, একের পর এক অঘটন ঘটেই চলেছে নরেন্দ্র মোদীর পরিবারের সঙ্গে। প্রথমে দুর্ঘটনার মুখোমুখি হলেন তাঁর ভাই। এর পর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর মাকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version