।। প্রথম কলকাতা ।।
PM Modi’s Mother Passes Away: প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। নিজেই মায়ের মারা যাবার খবর ট্যুইট করে জানিয়েছেন নমো। খবর পেয়ে দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। এদিকে আজ বাংলায় হাওড়া-নিউ জলপাইগুড়ি ‘বন্দে ভারত এক্সপ্রেস’, জোকা-তারাতলা মেট্রোর মতো প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। কিন্তু শুক্রবার ভোরেই মাকে হারিয়েছেন প্রধানমন্ত্রী। এর পরে কি তিনি আসবেন কলকাতায়? তৈরি হয়েছে অনিশ্চয়তা। সম্ভবত ভার্চুয়ালি যোগ দিতে পারেন তিনি।
মাতৃবিয়োগের খবর জানিয়ে ট্যুইটে মোদী লিখেছেন, ‘সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সব সময় আমি তিনটি স্বত্বাকে অনুভব করেছি। যার মধ্যে ছিল একজন সাধুর যাত্রা, একজন কর্মযোগের প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা’। বুধবার হঠাৎই আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালের কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয় হীরাবেন মোদীকে (Heeraben Modi)। বৃহস্পতিবার হাসপাতাল থেকে এক বিবৃতিতে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু আচমকাই শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ১০০ বছর বয়সী হীরাবেন।
চলতি বছরের ১৮ জুন মায়ের শততম জন্মদিন পালন করেছিলেন তিনি। সেদিন মায়ের সঙ্গে গান্ধীনগরে দেখা করেছিলেন নমো। এদিন মাকে হারিয়ে সেই দিনের কথা মনে করেছেন মোদী। ট্যুইটারে লেখেন, ‘শততম জন্মদিনে যখন দেখা করেছিলাম তখন মা বলেছিলেন যে, বুদ্ধি দিয়ে কাজ কর, পবিত্রতার সঙ্গে জীবনযাপন করো। যা আমি কখনও ভুলব না’।
शानदार शताब्दी का ईश्वर चरणों में विराम… मां में मैंने हमेशा उस त्रिमूर्ति की अनुभूति की है, जिसमें एक तपस्वी की यात्रा, निष्काम कर्मयोगी का प्रतीक और मूल्यों के प्रति प्रतिबद्ध जीवन समाहित रहा है। pic.twitter.com/yE5xwRogJi
— Narendra Modi (@narendramodi) December 30, 2022
এরপর চলতি মাসে দ্বিতীয় দফার গুজরাট বিধানসভা ভোটের আগের দিন মায়ের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। ১৯২৩-এর ১৮ জুন জন্মগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রীর মা। যেকোনও বড় কাজে মাকে সবসময় মনে করেছেন নমো। ‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবারই গান্ধীনগরে শেষকৃত্য হতে পারে হীরাবেনের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম