PM Modi most popular global leader: বিশ্বের জনপ্রিয় নেতার তালিকায় সেরা নরেন্দ্র মোদী, পিছনে ফেললেন কাদের ?

।। প্রথম কলকাতা ।।

PM Modi most popular global leader: বিশ্বের জনপ্রিয় নেতার তালিকায় আবারও সেরা প্রধানমন্ত্র। ১ নম্বরে নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রে ‘মর্নিং কনসাল্ট’ এর সমীক্ষা অনুযায়ী তিনি এবারও ৭৬ শতাংশ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছেন নমো। এদিকে সমীক্ষায় জানা গিয়েছে, কেবল মাত্র ১৮ শতাংশ মানুষই মোদীকে পছন্দ করেন না। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবথেকে বেশি জনপ্রিয় বিশ্বনেতা। দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান রাষ্ট্রপতি আন্দ্রাস ম্যানুয়েল। যার রেটিং ৬৬ শতাংশ। অন্যদিকে ৫৮ শতাংশ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি অ্যালেন বারসেট। জানা গিয়েছে, গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে এই সমীক্ষার তথ্য সংগ্রহ করা হয়েছিল।

উল্লেখ্য, হিন্দি বলয়ের তিন রাজ্যে বিজেপি বড় জয় পেয়েছে। বিজেপি কোনও মুখ্যমন্ত্রীর ‘মুখ’ ছাড়াই এই তিন রাজ্যে ভোটে লড়েছিল। তাদের ভরসা ছিল দলের প্রধান নরেন্দ্র মোদীর ওপর। এই নির্বাচনগুলিতে লোকসভা ভোটর আগে মোদীর জনপ্রিয়তায় ফের একবার শিলমোহর পড়েছে , তা ফের একবার প্রমাণিত হয়েছে। এর আগে ২০২২ সালের জানুয়ারি এবং ২০২১ সালের নভেম্বরে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতাদের তালিকায়ও শীর্ষস্থানে ছিলেন মোদি।

শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও তিনি সমানভাবে জনপ্রিয়। সব জায়গায় মোদীকে এক ঝলক দেখতে উপচে পড়েছে ভিড়। বিদেশ সফরকালে নমোকে এক ঝলক দেখতে ঘণ্টার পর ঘণ্টা হোটেলের বাইরে অপেক্ষা করার দৃশ্যও দেখা গিয়েছে। বিশ্বের তাবড় নেতাদের বাইরে ফেলেছেন তিনি। পলিটিক্যাল ইন্টেলিজেন্স রিসার্চ ফার্ম ২২টি বৈশ্বিক নেতাদের সমীক্ষার উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version