New Army Vice Chief: ভারতীয় সেনার নতুন ভাইস চিফ এমভি সুচিন্দ্র কুমার, পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

।। প্রথম কলকাতা ।।

New Army Vice Chief: ভারতের সেনাবাহিনীর নতুন উপপ্রধান পদে নিযুক্ত হলেন এমভি সুচিন্দ্র কুমার। লেফটেন্যান্ট জেনারেল (Lieutenant General) এমভি সুচিন্দ্র কুমার (MV Suchindra Kumar) এর আগে সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জম্মু ও কাশ্মীরের হোয়াইট নাইট কর্পস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আগে ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজু। কিন্তু তাঁকে সেনা কমান্ডার হিসেবে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সেনা কমান্ডে (South Western Army Command) স্থানান্তর করা হয়েছে।

দায়িত্বে থাকা অফিসার বিএস রাজুকে অন্যত্র স্থানান্তর করায় সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন এমভি সুচিন্দ্র কুমার। বিএস রাজু এই পদ থেকে ২৮শে ফেব্রুয়ারি অবসর নেবেন। দক্ষিণ পশ্চিম সেনা কমান্ডে লেফটেন্যান্ট জেনারেল এএস ভিন্ডারের স্থলাভিষিক্ত হবেন। লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজুর (Lt Gen BS Raju) সেনাবাহিনীর ভাইস চিফ পদে মেয়াদ ছিল মাত্র ১০ মাস। নতুন অফিসে ৮ মাস থাকবেন। ১ মে তিনি ভাইস চিফ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তখন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে পদোন্নতির পর নতুন অফিসে চলে যান।

বর্তমানে সেনা কমান্ডার পদে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এনএসআর সুব্রামনিকে। তিনি লখনউতে পরবর্তী কেন্দ্রীয় সেনা কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নর্দান কমান্ডের চিফ অব স্টাফ হিসেবে রয়েছেন। ইনি একজন দক্ষ পদাতিক অফিসার। বিশেষ করে কঠিন টাস্ক মাস্টার হিসেবে পরিচিত। ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ রেখা হল কেন্দ্রীয় কমান্ড উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কেন্দ্রীয় সেক্টর। যেখানে চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা রয়েছে। এই স্থানগুলির উপর তিনি নজর রাখেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version