Mahua Moitra: মহুয়া সংক্রান্ত লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ, নজরুল কাব্য শোনালেন সাংসদ

।। প্রথম কলকাতা ।।

Mahua Moitra: মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে, লোকসভায় পেশ হল এথিক্স কমিটির রিপোর্ট। বেলা ১২টার পর রিপোর্ট জমা পড়েছে। বিজেপি সাংসদ বিজয় সোনকর লোকসভায় পেশ করলেন সেই রিপোর্ট। লোকসভার এথিক্স কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে দাবি করা হয়েছে, মহুয়া মৈত্র যা করেছেন, তা কঠোর শাস্তিযোগ্য। তাই কমিটির সুপারিশ, সাংসদ মহুয়া মৈত্রর সতেরো-তম লোকসভার সদস্য়পদ বাতিল করা হোক। স্পিকার ওম বিড়লা আগেই জানিয়েছিলেন, এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার আধ ঘণ্টার মধ্যে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে। অর্থাৎ, মহুয়ার সাংসদ পদ থাকছে না খারিজ হচ্ছে, তা শুক্রবারেই চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট পেশের আগেই লোকসভায় হৈচৈ শুরু হয়ে যায়। দুপুর ২টো পর্যন্ত সভা মুলতুবি ঘোষণা করা হয়। বিতর্কের মাঝেও লোকসভায় প্রবেশের সময় বেশ ‘আত্মবিশ্বাসী’ ছন্দে দেখা যায় মহুয়া মৈত্রকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁকে বলতে শোনা যায়, “লাভলি, দেখব, কী হয়। মা দুর্গা এসে গিয়েছে। এবার দেখবেন। তিনি এও ‘‘আমাদের বাংলায় একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের। সেটি হল অসত্যের কাছে কভু নত নাহি কর শির/ ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। এঁরা বস্ত্রহরণ শুরু করেছে। এ বার আপনারা মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন।

উল্লেখ্য, ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ বিতর্কেই বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এথিক্স কমিটি ৫০০ পাতার রিপোর্টে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে। সূত্র মারফত জানা গিয়েছে ,লোকসভার পোর্টালে প্রত্যেক সাংসদের আলাদা লগ-ইন ও পাসওয়ার্ড থাকে। এখন মহুয়াার বিরুদ্ধে অভিযোগ, এথিক্স কমিটি রিপোর্টেও উল্লেখ, সেই লগ-ইন ও পাসওয়ার্ড শেয়ার করেছিলেন মহুয়া। কমিটির মতে,এই কাজ সংসদের অবমাননা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version