Heeraben Modi Demise: ‘মায়ের মৃত্যু অপূরণীয় ক্ষতি’, প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ নেতা-মন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।

Heeraben Modi Demise: মাকে ঘিরেই তাঁর সমস্তটা ছিল। আজ মাকে হারিয়ে একপ্রকার ভেঙে পড়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। শুক্রবার নিজেই মায়ের খবর ট্যুইট করে জানিয়েছেন নমো। সুন্দর একটি শতাব্দী শেষ করেছেন মা হীরাবেন। এরপর হীরাবেনের প্রয়াণে ট্যুইটারে রাষ্ট্রপতি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর মা হীরাবেনের (Heeraben Modi) ১০০ বছরের সংগ্রামের জীবন ভারতীয় আদর্শের প্রতীক। আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা’।

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অন্তিম শয্যায় শায়িত প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। গান্ধীনগরের (Gandhinagar) মুক্তিধাম শ্মশানে শেষকৃত্যের কাজ করেছেন মোদী। শেষবারের মতো মাকে প্রণাম জানিয়ে মুখাগ্নি করেছেন নমো। নরেন্দ্র মোদীর মাকে মনে করে ট্যুইটে দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ (Amit Shah) লেখেন, ‘বিশ্বের সবচেয়ে বড় যন্ত্রণা মাকে হারানো। মা-ই হলেন প্রথম বন্ধু ও শিক্ষক। অন্যদিকে রাজনাথ সিং লিখেছেন, ‘মায়ের শূন্যতা পূর্ণ করা অসম্ভব’।

 

শুক্রবার প্রধানমন্ত্রীর মার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গুজরাটের মুখ্যমন্ত্রী, কেউই বাদ যান নি। ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) লিখেছেন, ‘হীরাবেন ছিলেন সরলতা, উদারতার প্রতীক’। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কথায়, ‘মায়ের মৃত্যু এক অসহনীয় ও অপূরণীয় ক্ষতি। ছেলের কাছে মা হল পুরো পৃথিবী। ভগবান শ্রীরাম বিদেহী আত্মাকে তাঁর পবিত্র চরণে স্থান দিন। ওম শান্তি’। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) লেখেন, ‘অত্যন্ত দুঃখের খবর এটি। এই কঠিন সময়ে আমি তাঁকে এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাই’। গত মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে হঠাৎই আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালের কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয় হীরাবেন মোদীকে। বৃহস্পতিবার হাসপাতাল থেকে এক বিবৃতিতে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু আচমকাই শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ১০০ বছর বয়সী হীরাবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version