Market Price: বেশিরভাগ সবজি হাফ সেঞ্চুরির দোরগোড়ায়, দরদাম দেখে তবেই বাজারে যান

।। প্রথম কলকাতা ।।

Market Price: শীত পড়তেই চারিদিকে উৎসবের মরশুম। তারপর সামনেই বড়দিন (Christmas) আর নিউ ইয়ার( New Year)। স্বাভাবিকভাবেই এখন একটার পর একটা পার্টি (party) আর বনভোজন লেগেই থাকবে। সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে সবজির দাম একটু ওঠানামা করছে। যেহেতু শীতকালে বাহারি সবজি পাওয়া যায়, বিশেষ করে নানান ধরনের কপি, তাই সবজির দাম খুব একটা আকাশচুম্বী হয় না। ২০২২ এ ১৮ই ডিসেম্বর রবিবার সবজির বাজার দর অনুযায়ী বেশিরভাগ সবজি আপাতত কেজিতে ৫০ টাকার কমই পাওয়া যাচ্ছে। কিছু কিছু সবজি র য়েছে যা একশোর কাছাকাছি পৌঁছালেও সম্পূর্ণ সেঞ্চুরি করেনি। বেশিরভাগ সবজির দাম রয়েছে মধ্যবিত্তের নাগালে। কিন্তু খেটে খাওয়া কিংবা স্বল্প আয়ের মানুষের কাছে বাজারের এই দর বেশ অনেকটাই। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ২৫শে ডিসেম্বরের পর থেকে সবজির দাম বাড়তে পারে। বিশেষ করে ধনেপাতা, টমেটো, বিন, ক্যাপসিকাম, গাজর এই সবজিগুলি। রবিবার ছুটির দিন বাজার যাওয়ার আগে একবার চটপট সবজির দাম দেখে নিন। অঞ্চলবিশেষে দামের সামান্য পার্থক্য রয়েছে।

কুমড়ো – ২২ থেকে ২৮ টাকা
কাঁচা লঙ্কা – ৬০ থেকে ৭০ টাকা
বাঁধাকপি- ১০ থেকে ২০ টাকা
শশা – ৪০ থেকে ৫৫ টাকা
গাজর- ৩৫ থেকে ৪৫ টাকা
বিন কড়াই- ৫৫ থেকে ৬৫ টাকা
টমেটো- ২৫ থেকে ৪০ টাকা কেজি
ধনেপাতা – ২০ থেকে ৩০ টাকা ( বান্ডিল ৩ থেকে ৫ টাকা )
করোলা – ৪০ থেকে ৫৫ টাকা
পিয়াঁজকলি – ৪৫ থেকে ৫৫ টাকা
বেগুন- ৩০ থেকে ৪০ টাকা
ফুলকপি – ১০ থেকে ২০ টাকা পিস
ব্রোকলি- ২০ থেকে ৩০ টাকা পিস
বিট – ২৫ থেকে ৪০ টাকা
সিম – ২০ থেকে ৩০ টাকা
মটরশুঁটি- ৫০ থেকে ৭০ টাকা
আলু- ১৫ থেকে ১৭ টাকা
পিঁয়াজ – ৩৫ থেকে ৫০ টাকা
আদা- ৬৫ থেকে ৮০ টাকা
রসুন – ৭০ থেকে ৯০ টাকা
ক্যাপসিকাম – ৫৫ থেকে ৬৫ টাকা
মুলো – ৪ থেকে ৭ টাকা পিস
পটল – ৩৫ থেকে ৫০ টাকা
পালং শাক – ১৫ থেকে ২৫ টাকা
ওলকপি – ৪ থেকে ৬ টাকা পিস
কাঁচকলা – ৩ থেকে ৫ টাকা পিস
(দাম প্রতি কেজি অনুসারে)
** অঞ্চল ভেদে দামের পার্থক্য রয়েছে

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version