Dengue Situation: সরকারি হাসপাতালেই মশার লার্ভা! ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়াচ্ছে কলকাতা

।। প্রথম কলকাতা ।।

Dengue Situation: রাজ্য জুড়ে এই মুহুর্তে ত্রাসের নাম ডেঙ্গি। ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি (Dengue Situation)। এই আবহেই খোদ কলকাতার হাসপাতালে মিলল মশার লার্ভা। এবিপি আনন্দে প্রকাশিত প্রতিবেদন থেকে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।

কলকাতার এনআরএস হাসপাতাল (NRS Hospital)। অন্যতম গুরুত্বপূর্ণ এক চিকিৎসা ক্ষেত্র। হাসপাতালের উল্টোদিকে তৈরি হচ্ছে একটি বিল্ডিং। আর সেখানে কাজের জন্যই জমে থাকা জলে দেখা গেল অসংখ্য মশার লার্ভা! যখন রাজ্যজুড়ে ডেঙ্গির কোপ তখন খোদ মেডিক্যাল কলেজের এই ছবি আরও চিন্তা বাড়াচ্ছে।

চিকিৎসকরাও যেখানে বারবার বলছেন এখন জমা জল মানেই বিপদ সেখানে হাসপাতালেরই এহেন অবস্থা আরও চিন্তা বাড়িয়ে তোলে। কারণ রাজ্য জুড়ে ক্রমশই অবনতি হচ্ছে ডেঙ্গি পরিস্থিতির।

এমন ভয়াবহ অবস্থা গত ৫ বছরেও হয়নি। আক্রান্তের সংখ্যা পার করে গেছে ৫৫হাজারের ঘর। হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চিকিৎসকরা জানাচ্ছেন যে যতদিন না যথাযথ শীত না পড়ছে এমনই দাপট দেখাবে ডেঙ্গি।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version