Morbi Bridge Collapse: বিপর্যয়ের দিন বিক্রি হয়েছে হাজারের বেশি টিকিট! মোরবি সেতু দুর্ঘটনায় প্রকাশ্যে নয়া তথ্য

।। প্রথম কলকাতা ।।

Morbi Bridge Collapse: গত ৩০ অক্টোবর গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর উপরে ব্রিটিশ আমলের সেতু ভেঙে পড়ে। জানা গিয়েছিল, সেই মুহূর্তে ব্রিজে প্রায় ৫০০ জন ছিল। রাতভর উদ্ধার অভিযানের পর প্রায় ১৪০ জনের দেহ উদ্ধার হয়েছিল। এদিকে ফরেন্সিক রিপোর্টে সামনে এসেছে এক নতুন তথ্য। যেখানে সেতুর অবস্থা ভালো না, ভেঙে গিয়েছে একাধিক জায়গা, সেখানে ব্রিটিশ আমলের তৈরি সেতু দেখিয়ে মুনাফা লুঠতে এক সন্ধেতে ৩ হাজার ১৬৫টির কাছাকাছি টিকিট বিক্রি করেছিল ওরেভা সংস্থা। তবে কি সংস্থার গাফিলতির কারণে বলি হল নিরপরাধ ১৪০টি প্রাণ?

পাশাপাশি জানা গিয়েছে, ওরেভা গ্রুপের সঙ্গে সেতু মেরামতির চুক্তি থাকলেও ১০০ বছরের পুরনো এই সেতুর সংস্কারে কিছুই করেনি সংশ্লিষ্ট সংস্থা। আচমকাই সেদিন মাচ্ছু নদীর উপরে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে ওই সেতু। সেই সময়কার ভিডিও দেখে গা শিউরে উঠেছিল সকলের। উৎসবের আবহে ওই বিপজ্জনক ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার জেলা আদালতে সরকারপক্ষের আইনজীবী বলেছেন, গত মাসের ৩০ তারিখ ৩ হাজার ১৬৫টি টিকিট বিক্রি করা হয়েছিল। যেখানে ক্ষমতা অনুযায়ী সেতুতে একসঙ্গে ১২৫ জন থাকতে পারেন। ২০০ জন পেরিয়ে গেলেই ঘটতে পারে বিপদ, আর সেদিন তাই ঘটেছিল।

ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই সংস্থার একের পর এক গাফিলতি সামনে আসছে। এদিকে নির্বাচনের আগে এই ঘটনা কার্যত অস্বস্তি বাড়িয়েছিল বিজেপি সরকারের। ঘটনায় প্রশ্নের তীর গিয়েছিল প্রশাসনের দিকে। প্রশ্ন উঠেছিল, নজরদারি নিয়ে। কিন্তু প্রাথমিক তদন্তে সংস্থার গাফিলতিই স্পষ্ট হয়ে উঠেছে। ঘটনার পর পরই গ্রেফতার হয়েছে ৯ জন। তালিকায় সংস্থার দুই ম্যানেজার, সেতু মেরামতির দু’জন সাব কনট্রাক্টর এবং নিরাপত্তারক্ষী ও টিকিট বুকিং ক্লার্ক সহ আরও পাঁচ জন রয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু ঘটনার পেছনের কারণ জানতে ফরেন্সিক পরীক্ষা করা হয়েছিল।

আর সেই রিপোর্ট এবার জমা পড়েছে গুজরাটের জেলা আদালতে। রিপোর্ট বলছে, সেতুর ধারণক্ষমতা বর্তমানে কত তা না জেনেই টিকিট বিক্রি করেছে সংস্থা। যার পর কয়েকশো মানুষ সেতুতে উঠলে ভার সামলাতে পারেনি ঝুলন্ত সেতুর কেবলওয়্যার। আর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নদীতে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version