।। প্রথম কলকাতা ।।
Kharmaas 2023: শুরু হয়েছে মলমাস গোটা মাসজুড়ে মেনে চলুন এই নিয়মগুলি। অর্থ-সম্পদে ভরে উঠবে আপনার জীবন মলমাসে শুভ অনুষ্ঠান সব বাদ! কেন জানেন? এবারের মলমাস বিশেষ এসময় কী কী করবেন আর কী করবেন না? জানুন বাংলায় দুই থেকে তিন বছর অন্তর অন্তর একটি মল মাস হয়। এই মাসে বৃহস্পতির প্রভাব কম থাকে। বলা বয় সূর্য ধীর গতিতে বিচরণ করে তাই এ সময় সমস্ত ধরনের শুভ কাজ বাতিল হয়ে যায়। এ সময় কী কী করবেন আর কোন কাজ ভুলেও করবেন না। মলমাসে কিছু নিয়ম মেনে চললে তবেই জীবনের সব সমস্যাও দূর হবে।
জ্যোতিষীদের মতে এ বছর মলমাসের সময়ে শ্রাবণ মাস তাই এই মাসের অধিপতি শিব এই মাসে বিষ্ণু ও ভোলানাথের পুজো করলে হর-হরির আশীর্বাদ পাবেন। মলমাসে ভুলেও নতুন বাড়ি, জমি, গাড়ি কিনবেন না মলমাসে বাদ বিয়ে, বাগদান গৃহপ্রবেশ বা কোনও ধর্মীয় শুভ কাজ আসলে মনে করা হয়। মলমাসে করে থাকা কাজ সফল হয় না। নতুন কাজ বা ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকলে তা এ সময় ভুলেও করবেন না কারণ লাভের পরিবর্তে লোকসান হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই মলমাস শেষ হওয়ার পর নতুন কাজ শুরু করা উচিত। মলমাসে সত্যনারায়ণ পুজো করা উচিত। এর ফলে পরিবারের সদস্যদের জীবনে সব বাধা দূর হয়ে যায়। মলমাসে দান করলেও মঙ্গল হবে আপনার।বলছেন জ্যোতিষীরা।
নারকেলকে লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয় তাই মলমাসে নারকেল দান করা শুভ। দরিদ্র ও অসহায় ব্যক্তিদের বস্ত্র দান করা উচিত। এর ফলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। শাস্ত্র মতে মলমাসে অন্ন দান করলে পুণ্য লাভ করা যায়। দেবী লক্ষ্মী ও অন্নপূর্ণা প্রসন্ন হন। আবার ভারতের নানা প্রদেশে মলমাসের অর্থ হল অধিক মাস। সাধারণভাবে এই মাসে কোনও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে করা হয় না বলে এই মাসকে এমনটা বলা হয়। সনাতন ধর্মে মলমাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মনে করা হয় এই সময়কালে ঈশ্বরের পূজা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। একটা কথা সবসময় মনে রাখতে হবে। জ্যোতিষশাস্ত্র বলছে মলমাসে এই নিয়ম মেনে চললে তবেই মিলবে উপকার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম