পাকিস্তানকে নিয়ে কড়া ঘোষণা মোদীর, ফের FATF-এর খাঁড়া? বন্ধু আমেরিকা পাল্টি খেল

।। প্রথম কলকাতা ।।

পাকিস্তান কাঁপছে যুক্তরাষ্ট্রে মোদীর ঘোষণা শুনে বিলাবল ভুট্টো পড়ে গেলেন বড় ফাঁদে। এবার ফের নিষেধাজ্ঞার খাঁড়া নয় তো পাকিস্তানের ওপর? রাগে লাল পাকিস্তান মাথা ঠিক রাখতে পারল না। আমেরিকা না পাকিস্তানের বন্ধু কিন্তু তারাও নাকি ভারতের সুরে সুর মেলাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ঘোষণা ঝড় তুলে দিল পাকিস্তানে। আর তারই চরম সুযোগ তুললেন পিটিআই প্রধান ইমরান খান। সন্ত্রাসবাদে লাগাতার মদত বিশ্বের সামনে আবারও বদনাম হল পাকিস্তান। বিশেষজ্ঞদের দাবি এবার ফের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স তথা এফএটিএফ পাকিস্তানকে ধূসক তালিকা বা কালো তালিকাভুক্ত না করে দেয়। হিন্দুস্থান টাইমসের রিপোর্ট বলছে ভারত ও আমেরিকার তরফে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়, ‘ওঁরা বাইডেন ও মোদি তীব্রভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাস ও জঙ্গিদের ছায়াযুদ্ধের নিন্দা করেছেন। সেই সঙ্গে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয় তারা যেন দ্রুত পদক্ষেপ করে নিশ্চিত করে। যে তাদের মাটিকে সন্ত্রাসী হামলার জঙ্গি ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে না।

অনেকেই বলছেন বাস্তবে এটা কোনওদিনই সম্ভব না হলেও পাকিস্তান বরাবরই আন্তর্জাতিক স্তরে ক্লেম করেছে, তাদের দেশের মাটি সন্ত্রাসমুক্ত। আর এখানেই সুযোগ তুললেন পাকিস্তানের বিরোধী নেতা ইমরান খান। শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে ইমরানের দাবি বর্তমান পাকিস্তান সরকার আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে অপ্রাসঙ্গিক করে তুলেছে। ইমরানের টার্গেটে সোজা পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। ইমরান খানের দাবি ‘জেনারেল বাজওয়া ও তাঁর পিডিএম সংক্রান্ত ঘনিষ্ঠরা মিলে দাবি করেছিলেন যে আমি আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে একঘরে করে দিয়েছি আমি তাঁকে ও তাঁর পিডিএমকে জিজ্ঞাসা করতে চাই যে সরকারে একবছর থাকার পর পাকিস্তানের বিদেশমন্ত্রীর একাধিক মার্কিন সফরের পর ভারত মার্কিন যৌথ বিবৃতি পাকিস্তানকে সীমান্তপারের সন্ত্রাসবাদের প্রমোটার হিসাবে নামিয়ে এনেছে, এর চেয়ে বেশি কিছু নয় ’।পাকিস্তান এবার ঋণ চাইতে গেলে আটকে দেবে না তো যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক কূটনৈতিক মহল বলছে, পাকিস্তানের মিত্র যুক্তরাষ্ট্রের মাটি থেকে পাকিস্তানকে সবক শেখালো ভারত। কেবল যৌথ বিবৃতিই নয়, মার্কিন কংগ্রেসে মোদি যে ভাষণ দিয়েছিলেন তাতে নানা প্রসঙ্গে সঙ্গেই পাকিস্তানের প্রসঙ্গও উঠেছিল। নমো স্পষ্ট বলেছিলেন, ৯/১১-র মতোই মুম্বইয়ে হওয়া ২৬/১১ হামলা গোটা বিশ্বের আশঙ্কার কারণ হয়ে উঠেছিল। একেই ঋণ নিয়ে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের কাছে ইমেজ বিগড়ে গিয়েছে পাকিস্তানের।
তারপর ভারতের এমন বিবৃতি মরার ওপর খাঁড়ার ঘা। এরপরই দ্রুত রিয়াকশন ইসলামাবাদের৷ পাকিস্তানেরবিদেশ মন্ত্রক ভারত-আমেরিকার যৌথ বিবৃতিকে ‘অযৌক্তিক, একতরফা এবং বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে। সেই সঙ্গে তাদের দাবি, এভাবে পাকিস্তানের নাম নেওয়াটা কূটনৈতিক বিধির পরিপন্থী। তবে ইসলামাবাদের এমন বিবৃতি যেন বুঝিয়ে দিল ভারতের কড়া অবস্থানে নতুন করে চাপ বাড়ল পাকিস্তানের ওপর৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version