Gujarat Election: নির্বাচনমুখী গুজরাটে ভাষণ মোদীর, কোথায় কোথায় সমাবেশ রয়েছে নমোর?

।। প্রথম কলকাতা ।।

Gujarat Election: আগামী মাসে গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে চারটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কচ্ছের আঞ্জার, জামনগরের গোর্ধনপুর, ভাবনগরের পালিটানা, জামনগরের গোর্ধনপাড় এবং রাজকোটে তাঁর সমাবেশের কথা রয়েছে। এএনআইকে রাজকোট বিজেপি সভাপতি কমলেশ মিরানি বলেছেন, ‘প্রধানমন্ত্রী আবার আসছেন এবং আমরা বিশাল সমাবেশ আশা করছি। লোকেরা তাঁকে দেখতে এবং শুনতে ভালোবাসে। আমরা রাজকোট জেলার সমস্ত আসন জিততে পারব বলে আশাবাদী”। অন্যদিকে গুজরাটের চারটি স্থানে নির্বাচনী সমাবেশ করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দলের হয়ে প্রচার চালাবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও।

এর মধ্যে রবিবার নেত্রংয়ে দুই আদিবাসী অনাথের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় মোদী বলেছেন যে তাঁর একটু দেরি হয়ে গেল, কারণ দুই আদিবাসী শিশুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যাঁরা তাঁদের বাবা-মাকে ৬ বছর আগে হারিয়েছে। বাবা-মাকে হারানোর পর তাঁরা একে অপরের যত্ন নিচ্ছেন এবং শ্রমিক হিসেবে কাজ করছেন। সেইসঙ্গে নিজেদের লেখাপড়াও চালাচ্ছেন। অভি এবং জয়ের ঘটনা প্রধানমন্ত্রী জানতে পারলে কর্মকর্তাদের তাঁদের জন্য মৌলিক সুবিধা সহ একটি বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

নির্বাচনমুখী গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল সহ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, পুরুষোত্তম রুপালার পাশাপাশি বিজেপির কয়েকজন সিনিয়র নেতা বিভিন্ন জায়গায় জনসভায় এবং রোড শো করবেন। অন্যদিকে রবিবার নির্বাচনী সমাবেশে হাজির হয়েছিলেন খাড়গে। নর্মদা জেলার দেদিয়াপাড়ায় একটি নির্বাচনী সমাবেশে উপস্থিত হয়েছিলেন খাড়গে। আগামী ৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা হবে নির্বাচনের। এদিকে তার আগে গতকাল সুরাটে একটি সমাবেশের সময় গুজরাটের নতুন প্রজন্মের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন মোদী। তাঁর বক্তব্য, ‘রাজ্যের নতুন প্রজন্ম সুরাটের ধারাবাহিক বোমা বিস্ফোরণ দেখেনি। আমি তাঁদের সতর্ক করতে চাই যাঁরা সন্ত্রাসীদের শুভাকাঙ্ক্ষী। বাটলা হাউস এনকাউন্টার একটি সন্ত্রাসবাদের কাজ ছিল’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version