Narendra Modi: গত ৫ বছরে একাধিক বিদেশ সফর মোদীর, খরচের খতিয়ান দিল কেন্দ্র

।। প্রথম কলকাতা ।।

Narendra Modi: দেশের উন্নতির কথা ভেবেই বহু বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর বিদেশ সফর নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নমোর সফরের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান আরও উন্নতির দিকে এগিয়েছে। অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে পেরেছে এই দেশ। গত পাঁচ বছরে মোদীর বিদেশ যাত্রায় কত খরচ হয়েছে তা রাজ্যসভায় বিস্তারে পেশ করা হয়েছে।

বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ রাজ্যসভায় মোদীর বিদেশ যাত্রার খরচ নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। সম্প্রতি ইন্দোনেশিয়ায় G-20 সম্মেলনে যোগ দিতে যান নরেন্দ্র মোদী। সেই সফরে প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এর আগে সেপ্টেম্বরে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন নমো। তিনদিনের সেই সফরে ২৩ লক্ষ ৮৬ হাজার টাকার কাছাকাছি খরচা হয়েছে। এছাড়া চলতি বছরে ইউরোপ সফরে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ সেড়েছেন মোদী। যেখানে ব্যয় হয়েছে কোটি টাকার বেশি।

অন্যদিকে ২০১৯-এর নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় ২৩ কোটি ২৭ লক্ষ টাকা খরচ করা হয়েছিল। এদিন রাজ্যসভায় খরচের খতিয়ান দিতে গিয়ে মুরলীধরণ জানিয়েছেন, জাতীয় স্বার্থ ও বিদেশ নীতি প্রণয়ণে এই সফরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পাশাপাশি অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে তুলতে এই সফরগুলি কাজে এসেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি কী তা বিশ্ব দরবারে তুলে ধরতে সাহায্য করেছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ, জলবায়ু, সাইবার নিরাপত্তার মত জনস্বার্থের বিষয়গুলি নিয়ে ভারত কী পদক্ষেপ নিতে চলেছে, সেই মতামত তুলে ধরতে বিদেশ সফর সাহায্য করেছে।

এক কথায় বিরোধীরা প্রধানমন্ত্রীর যে বিদেশ সফর নিয়ে আপত্তি তুলেছেন, সেই সফর দেশের উন্নতির জন্য ছিল বলে বোঝাতে চেয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী। তাঁর পরিষ্কার কথা, মোদীর বিদেশ যাত্রার কারণে বিশ্ব দরবারে ভারত আরও বেশি করে পৌঁছাতে পেরেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version