Qatar Eight Former Navy Personnel: কাতারের সঙ্গে মোদীর সিক্রেট বৈঠক! ৮ ভারতীয় অফিসারকে কবে মুক্তি ?

।। প্রথম কলকাতা ।।

Qatar Eight Former Navy Personnel: কাতারের সঙ্গে মোদীর সিক্রেট মিটিং বড় ফল হাতেনাতে। কাতার থেকে ছাড়া পেতে পারেন ৮ ভারতীয় নেভি অফিসার? যা হল তা ভাবা যায়নি এটা কী মোদী এফেক্ট? ধীরে ধীরে কঠিন ডিল ক্র্যাক করবে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি। বিদেশমন্ত্রী জয়শঙ্কর যখন কথা দিয়েছেন তখন বুঝতে হবে নেপথ্যে সেই লেভেলের চেষ্টা করছে ভারত কাতার ইস্যুতে আগেই কূটনৈতিক মহল বলে দিয়েছিল নয়া দিল্লি তাড়াহুড়ো করবে না। তবে নরেন্দ্র মোদীই বোধহয় ঝোপ বুঝে কোপটা মারলেন। চীন হোক বা পাকিস্তান কাদের ইনফ্লুয়েন্সে কাতার ভারতের প্রাক্তন ৮ নেভি অফিসারকে মৃত্যুদন্ডের সিদ্ধান্ত নিয়েছে সেটা পরিস্কার নয় কিন্তু এটা পরিস্কার যে ভারত এত সহজে ছেড়ে দেবে না, হার মানবে না। কাতার নিয়ে বড় খবরটা কী? মোদী কবে কোথায় দেখা করলেন কাতারের আমিরের সঙ্গে?

জেলে গিয়ে এবার ৮ ভারতীয় অফিসারের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন। ভারতের প্রতিনিধি ৮ বন্দির মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আর্জি নিয়েও ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে কাতারের আদালতে। তার মধ্যে এত বড় খবর রীতিমত স্বস্তির মনে করছে সব মহল। হঠাৎ এমনটা সম্ভব হল কীভাবে? বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে ভারতের বিদেশমন্ত্রক সূত্রে খবর রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে কপ২৪ গিয়ে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেই অনুমোদন পেয়েছেন ভারতের প্রতিনিধি। কাতারের আমিরকে এমন কি বললেন প্রধানমন্ত্রী মোদী? কত বড় কূটনৈতিক খেলা খেলে দিলেন কিছুক্ষণের বৈঠকে নরেন্দ্র মোদী এটা জানার অপেক্ষায় থাকবে দেশ।

এই প্রসঙ্গেই বৃহস্পতিবার মুখ খোলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ভারতের আর্জি নিয়ে ইতিমধ্যেই দুটি শুনানি হয়েছে গোটা বিচার প্রক্রিয়ার দিকে নজর রাখছে ভারত সমস্ত রকম আইনি সাহায্য দেওয়া হচ্ছে কাতারের জেলে বন্দি ৮ জনকে তবে গোটা বিষয়টি খুবই স্পর্শকাতর যেটুকু তথ্য প্রকাশ করা সম্ভব সেটা অবশ্যই সকলের সামনে তুলে ধরা হবে। আইন বিশেষজ্ঞরা আগেই জানিয়ে ছিলেন এই ক্ষেত্রে প্রথম ধাপই হল কাতারের বিচার ব্যবস্থার মাধ্যমে
তাদের মুক্তির জন্য আবেদন করা। যদি কাতার যথাযথ আইনি পদ্ধতি অনুসরণ না করত বা ভারতকে আবেদনের কোনও সুযোগ না দিত সে ক্ষেত্রে আন্তর্জাতিক ন্যায় আদালতে আবেদন করতে পারত ভারত কিন্তু কাতর সেই বোকামি করেনি। কাতারেই আবেদন গ্রহণ করা হয়েছে শুনানি।

সেই সঙ্গে এটাও জানা যাচ্ছে দুবাইয়ের জলবায়ু সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদের সঙ্গে যে কথা হয় মোদির তাতে প্রবাসী ভারতীয়দের উন্নতি নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে, তবে আর কি আলোচনা হয়েছে সেটা জানা যায়নি। এবার আগামী দিনে কোন পথে এগোয় ৮ বন্দির ভাগ্য সেদিকে নজর কূটনীতিক মহলের।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version