পাকিস্তানকে মোদীর নতুন ঝটকা, এক ঢিলে চার পাখি মারলেন, পিনাকার জয়জয়কার

।। প্রথম কলকাতা ।।

পাকিস্তানের পরম বন্ধু ভারতের মিশাইলে ঘায়েল। এক তীরে চার নিশানা কতটা খতরনাক জানে ইসলামাবাদ পিওকে ফেরাতে এই অস্ত্রই ভারী পড়বে না তো? দিল্লির ইঙ্গিত পাকিস্তানে পৌঁছতেই সতর্কতা জারি। নিজের বিপদ নিজেই ডাকল পাকিস্তানের মিত্র দেশ৷ পিনাকা শেখাবে সবক। এরা শুধু পাকিস্তানের মিত্রই নয় তুরস্কের পরম বন্ধু। আর তুরস্কের একের পর এক বেইমানির জবাব এবার মুখের ওপর। আজারবাইজানের নাম শুনেছেন নিশ্চয়। আজারবাইজানের ফোর্সকে ধূলিসাৎ করতে আর্মেনিয়াকে ভারত পাঠিয়ে দিল জবরদস্ত পিনাকা রকেট সঙ্গে সঙ্গে পাকিস্তানেও বেজে উঠল রেড অ্যালার্ম। নাগোরনো কারাবাখ এলাকা নিয়ে যুদ্ধ চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার। ভারতের এবার বড় ভূমিকা।

পিনাকাই কোনওদিনও পিওকে ফেরাতে পাইস্তানের শনি হবে না তো? পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে প্রকাশ্যে দুহাত খুলে পুরোপুরি সমর্থন দিয়েছিল আজারবাইজান। ভারত বদলা নেওয়া শুরু করে দিল নেক্সট পালা ইসালমাবাদের।
ভারতের পিনাকা নিয়ে এমূহুর্তে রীতিমত হইচই পড়ে গিয়েছে। কিন্তু এক ঢিলে চার পাখিকে কীভাবে মারল ভারত? সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা কার্গিল যুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পাকিস্তান আসল পিনাকার মর্ম জানে। ট্রাকের উপর বহনযোগ্য ৯০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি)চিনায় আগ্রাসনের মোকাবিলায় মোতায়েন করে রেখেছে ভারতীয় সেনা। ডিআরডিওর এই ‘মাল্টিপল রকেট লঞ্চার’ মাত্র ৪৪ সেকেন্ডে একসঙ্গে ৭২টি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। এই ভারতীয় ক্ষেপণাস্ত্র আজারবাইজানের হানা ঠেকাতে আর্মিনিয়া ফৌজের গুরুত্বপূর্ণ হাতিয়ার হবেই।

বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই পিনাকা আর্মেনিয়ার হাতে তুলে দেওয়ার প্রধান কটা কারণ রয়েছে। পাকিস্তান, তুরস্ক, আজরাবাইজান কাশ্মীর ইস্যুতে এক সারিতে। আজারবাইজান তো কাশ্মীর ইস্যু তুলে রীতিমত পাকিস্তানকে উস্কানি দেয়। ৩ দেশেরই ভারতের বিরুদ্ধে একের পর এক এজেন্ডা কাজ করেছে। বিশ্লেষকরা বলছেন আর্মেনিয়াকে সাহায্য করে আদতে এক ঢিলে তিন পাখি মারল ভারত। সেসঙ্গে বিশ্বে ভারতের পিনাকার দর আরও বাড়বে। মুসলিম রাষ্ট্র আজারবাইজান লাগাতার সামরিক সাহায্য পাচ্ছে তুরস্ক ও পাকিস্তানের থেকে। তাই ২০২২ সালেই আজারবাইজানের মোকাবিলায় খ্রিস্টান-প্রধান আর্মেনিয়া দ্বারস্থ হয় নয়াদিল্লির। তখনই রীতিমত উদ্বেগ তৈরি হয়ে যায় আজারবাইজানের। কার্গিল যুদ্ধে পাকিস্তানকে এফোঁড় ওফোঁড় করেছে পিনাকা। এবার ভারতের হাতে বড় সুযোগ একসঙ্গে তিন শত্রুকে মুহ তোড় জবাব দেওয়ার৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version