মোদীর ভোররাতে ইমারজেন্সি ফোন শাহকে! কেন? মণিপুর নিয়ে চাঞ্চলকর তথ্য ফাঁস

।। প্রথম কলকাতা ।।

নরেন্দ্র মোদীর ভোর ৪টে ইমারজেন্সি কল শাহের কাছে! কেন? মণিপুর নিয়ে বিস্ফোরক খোলসা স্বরাষ্ট্রমন্ত্রীর মণিপুর অশান্তির নেপথ্যে আসলে কে? নাম চলে এল প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কীভাবে অ্যাকশন নিয়েছিলেন জানেন? মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে বিরোধীদের এত শোরগোল। এবার সংসদে দাঁড়িয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন শাহের কাছে ভোররাতে ফোন গেছিল প্রধানমন্ত্রীর? ঠিক কোন অ্যাকশনের নির্দেশ দেওয়া হয়েছিল? বিরোধীরা মণিপুর নিয়ে যা করলেন সেটা লজ্জাজনক দাবি অমিত শাহর।

উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে এত অশান্তির পরও কেন সরানো হল না সেখানকার মুখ্যমন্ত্রী বীরেন সিংকে ভাববেন না এই জবাব এড়িয়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী যা বলা হল সবটা জানাটা আপনার দরকার। বিশেষজ্ঞরা বলছেন লোকসভা অধিবেশনে অনাস্থা প্রস্তাবের দ্বিতীয় দিনের ফার্স্ট হাফে। যদি হিরো হওয়ার চেষ্টা করেন রাহুল গান্ধী, তবে সেকেন্ড হাফে কিছু অপ্রিয় সত্যি তুলে ধরে মোড় ঘুরিয়ে দিলে শাহ। বিরোধীদের মুহ তোড় জবাব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্কার বলেন ভোর ৪টে নাগাদ শাহের ফোনে ফোন এসেছিল নরেন্দ্র মোদী। এরপর ফের ৬.৩০ নাগাদ ফোন করেন নমো। আর বিরোধীরা বলছেন মণিপুর নিয়ে নাকি প্রধানমন্ত্রীর কোনও মাথাব্যাথা নেই। টানা তিন দিন রাত দিন কাজ করেছি আমরা। ২৪ ঘন্টায় ১৬টা ভিডিও কনফারেন্স, ৩৬ হাজার সিআরপিএফ মোতায়েন। এয়ার ফোর্স মোতায়েন, দ্রুত রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে বদলি করা হয়।

একইসঙ্গে শাহ খোলসা করেন আসলে এত বড় ঘটনার নেপথ্যে কারা রয়েছে। শাহের দাবি বিরোধী রাষ্ট্রপতি শাসনের কথা বলছে মণিপুরে। সেটা জারি করা তখনই সম্ভব যখন কোনও রাজ্য সরকার সহযোগীতা না করে।মুখ্যমন্ত্রী বীরেন সিং সহ তার পুরো টিমই চূড়ান্ত সহযোগীতা করেছে পরিস্থিতি বাগে আনতে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। শাহ কোন রাখঢাক না রেখেই পরিস্কার বলেন ‘মণিপুরে যা ঘটেছে তা লজ্জাজনক কিন্তু এটি নিয়ে রাজনীতি করা আরও লজ্জাজনক’। মণিপুরের বর্তমান পরিবেশের ‘কারণ ব্যাখ্যা’ করতে গিয়ে তাঁকে উল্লেখ করতেই হয় মণিপুরের ইতিহাসের সঙ্গেই এটি জড়িত। তবে মায়ানমার অস্থিরতাকে এই গোটা গন্ডগোলের পিছনে দায়ী করেন শাহ। মায়ানমারে রাজনৈতিক অস্থিতিশীলতায় হাজার হাজার শরণার্থী ছিদ্র যুক্ত সীমান্ত পেরিয়ে মণিপুরে প্রবেশ করেছে। মণিপুরের বিরোধ নিষ্পত্তিতে কুকি ও মেইতেইদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এবার দেখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে কী বার্তা দেন৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version