4 State Assembly Election Results: মোদীর ১ গ্যারান্টিতে গেম ওভার কংগ্রেসের! ৩ রাজ্যে গেরুয়া ঝড়, তেলেঙ্গানা চমকে দিল

।। প্রথম কলকাতা ।।

4 State Assembly Election Results: মোদীর বড় সিক্সার! ২০২৪র সেমিফাইনালে ইন্ডিয়া জোটকে চরম ধাক্কা। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে গেরুয়া ঝড় আটকাতে দাহা ফেল করে গেল কংগ্রেস। তেলেঙ্গানার রেজাল্টে হতবাক ভারত। কোথায় কার হাতে গেল কত আসন জেনে নিন। ব্র্যান্ড মোদীর জয় জয়কার এটা সবে ঝড়, লোকসভা ভোটে মোদি সুনামি দেখবে দেশ। ৫ রাজ্যের ভোটের রেজাল্টের পরই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপির তুমুল ঝড়ে কোথায় রাজস্থানের গেহলট কোথায় ছত্তিশগড়ের বাঘেল। শেষ পর্যন্ত পাঁচ রাজ্যের ভোটের ফাইনাল রেজাল্টই বুঝিয়ে দিল। মোদী ম্যাজিকের দম এখনও ঠিক কতটা। এই প্রতিবেদনে লেখা পর্যন্ত প্রথমেই পাঁচ রাজ্যের ভোটের ফলাফলা জেনেনিন।

হিন্দি বলয় ফের বিজেপির রাজত্ব ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় মূল লড়াইটা ছিল কংগ্রেস ও বিজেপির মধ্যে। ২০১৮ সালে কংগ্রেস সরকার গঠনের পর। ১৫ মাস সেখানে ক্ষমতায় থাকে, এরপর ২০২০ সালে কংগ্রেস থেকে সদলবলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেওয়ার পর গেরুয়া-রাজ শুরু হয়। শিবরাজ সিং চৌহান বলছেন মধ্যপ্রদেশের মনে আছেন মোদিজি, আর মোদিজির মনে আছে। মধ্যপ্রদেশ রাজস্থানে গত বিশ বছর ধরে রাজস্থানে রেওয়াজ চলছে পাঁচ বছর অন্তর মরু রাজ্যের মানুষ সরকার বদলে দেয় এবারও তার অন্যথা হল না। এদিন বেলা ১২টা নাগাদ যা ট্রেন্ড দেখা গেছিল তাতে রাজস্থানে বিপুল ব্যবধানে এগিয়ে যায় বিজেপি। তবে রাজস্থানে এবার ক্ষমতা ধরে রাখার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন অশোক গেহলট কিন্তু পারলেন না দাহা ফেল। রাজস্থানে প্রচুর জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছিলেন গেহলট। এমনকি গরিব পরিবারকে ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দিচ্ছিল তাঁর সরকার। কিন্তু শহরাঞ্চলে একে তো ধর্মীয় মেরুকরণ তীব্র করে তুলেছিল বিজেপি। সেই সঙ্গে একটি লাল ডায়েরির কেচ্ছা সামনে এনে দুর্নীতির অভিযোগ তুলেছিল গেহলট সরকারের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই রাজস্থান প্রচারে মুখ করেছিল বিজেপি সেখানেই ফলে গেল সোনা।

এদিকে ছত্তিশগড়ে আগেরবার যতটা কংগ্রেসের কাছে ধাক্কা খেয়েছিল বিজেপি এবার ডাবল ধাক্কা দিয়ে ফিরে গেরুয়া শিবির। ছত্তীসগড়ে বিজেপির ঘর অগোছালো থাকলেও তার সুবিধাও নিতে পারেল না কংগ্রেস। তেলেঙ্গানা রেজাল্ট কার্যত হতবাক করে দিয়েছে দেশকে যেখানে বিআরএসের রাজত্ব সেভাবে দাঁত ফোটাতে পারেনি বিজেপি। সেখানে কংগ্রেস ঘুরিয়ে দিল খেলা। কর্নাটকের পর দক্ষিণ ভারতে তেলেঙ্গানায় জিতে গেল কংগ্রেস। এটা দক্ষিণ ভারতে সাবেক জাতীয় দলের জন্য শুভ ইঙ্গিত। তিন রাজ্যের বিধানসভা ভোটের এই ফলাফল তাই সামগ্রিক ইন্ডিয়া জোটের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। হিন্দিবলয়ের তিন রাজ্যে ভোট ফলাফলকে হাতিয়ার করে লোকসভা ভোটের আবহ তৈরি করতে নেমে পড়বে গেরুয়া শিবির। ইন্ডিয়া জোটে কংগ্রেসই মেরুদণ্ড সেই মেরুদণ্ড দুর্বল থাকলে জোট সবল হওয়া মুশকিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version