Modi wishes Sonia: জন্মদিনে সোনিয়াকে শুভেচ্ছা মোদীর, স্পেশাল সেলিব্রেশন রাজস্থানে

।। প্রথম কলকাতা ।।

Modi wishes Sonia: শুক্রবার ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারে মোদী বলেছেন, ‘শ্রীমতি সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি’

বৃহস্পতিবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি জয়পুরে পৌঁছেছেন, কারণ দলের ‘ভারত জোড়ো’ যাত্রা রাজস্থানের মধ্য দিয়ে যাচ্ছে। প্রাক্তন সভাপত সোনিয়া গান্ধী রাজস্থানে দু’দিনের সফরে রয়েছেন। গতকাল বিকেলে জয়পুর বিমানবন্দরে পৌঁছানোর পরে হেলিকপ্টারে সাওয়াই মাধোপুরে গিয়েছেন। দলীয় সূত্রে, আজ রণথম্ভোরের শেরবাগ হোটেলে তাঁর জন্মদিন পালন করা হবে। এদিন তিনি জয়পুর পৌঁছালে প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানিয়েছেন। সেখানে উপস্থিত রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। গান্ধী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত রকমের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো’ যাত্রা সোমবার ঝালাওয়ার জেলা থেকে রাজস্থানে প্রবেশ করেছে।

শুক্রবার সোনিয়া গান্ধীর জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। ৭৬ বছর পূর্ণ করলেন হাত শিবিরের প্রাক্তন সভাপতি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী দীর্ঘকাল রাজনীতি থেকে দূরে রেখেছিলেন নিজেকে। কিন্তু রাজীব গান্ধীর হত্যার পর রাজনীতিতে পা রাখেন তিনি। ২০১৩-র ফোর্বস তালিকায় দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশীল নারীর মধ্যে তৃতীয়তে ছিলেন। ১৯৯৭-তে কংগ্রেসে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন সোনিয়া গান্ধী। ৯৮-তে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু বেশিদিন সভাপতির দায়িত্ব সামলান নি সোনিয়া। এক কথায় বলতে গেলে, আজ গ্র্যান্ড ওল্ড পার্টির মূল সদস্যের জন্মদিন। এই মর্মে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version