Narendra Modi: G20 সংক্রান্ত বৈঠকের সৌহার্দ্যতা সংসদেও চান মোদী, বিরোধীদের কাছে আর্জি নমোর

Narendra Modi: সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। আর বুধবার অধিবেশন শুরুর আগে দলের সাংসদদের কাছে একটি আর্জি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, অধিবেশনের শুরুটা যেন অন্তত ভালোভাবে হয়। তাঁর বক্তব্য, ‘সম্প্রতি দেশের সকল রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে G20 সংক্রান্ত বৈঠকে দেখা হয়েছিল। তাঁরা প্রত্যেকেই সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। আশা রাখব, অধিবেশনেও ওই একই সৌহার্দ্য বজায় থাকবে’

নমোর কথায়, বিরোধিতা তো থাকবেই। কিন্তু অধিবেশনের প্রথম দিন অন্তত সংসদে যাতে ঐক্যমত বজায় থাকে, সেই চেষ্টা করুন। কারণ পার্লামেন্টের কাজকর্মে ব্যাঘাত ঘটানো কখনোই নিয়ম হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু প্রধানমন্ত্রীর এই আবেদন একপ্রকার কানে তোলেনি অনেকেই। যে কারণে অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা মুলতুবি করার প্রস্তাব জমা পড়েছে একাধিক।

গত সোমবার দিল্লিতে G20 সংক্রান্ত বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। যেখানে বাংলার মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। ‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের সঙ্গে সেই সফল বৈঠকের প্রসঙ্গ টেনে মোদী বলেছেন, G20 বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগল। তাঁরা যে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন, আশা করি সেই উষ্ণতা অধিবেশনেও বজায় থাকবে। তাঁর কথায়, শীতকালীন অধিবেশনকে সফল করার জন্য একসঙ্গে কাজ করতে হবে। দেশকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার দিকে নজর দিতে হবে। বুধবার মোদী জানিয়েছেন, আমরা এমন সময়ে এই অধিবেশন শুরু করছি যখন ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তির অমৃতকাল চলছে। পাশাপাশি ভারত G20-র সভাপতিত্ব পেয়েছে। এখন এ দেশের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। তাই শীতকালীন অধিবেশনে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে, সেদিকেই নজর থাকবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version