Narendra Modi Vladimir Putin: পুতিনকে হঠাৎ ফোন মোদীর, কথোপকথনে সিক্রেট ফাঁস! ডোভালের কাছে কেন কল এসেছিল মস্কো থেকে?

।। প্রথম কলকাতা ।।

পুতিনের গদি বাঁচিয়ে দিল ভারত! বড়সড় অঙ্ক প্রকাশ্যে কেন অজিত ডোভালের কাছে গেছিল রুশ সচিবের সিক্রেট কল। পুতিনকে হঠাৎ মোদীর ফোন হকচকিয়ে গেল ক্রেমলিন। আমেরিকা সিক্রেট রাশিয়াকে কোনওদিনই দেবে না ভারত। অল্পের জন্য ক্ষমতার খেলা থেকে বেঁচে গেলেন ভ্লাদিমীর পুতিন৷ জানেন তো প্রিগোজিনের ওগেনার গ্রুপ কী অবস্থা তৈরি করেছিল মস্কোতে। কিন্তু তার সঙ্গে কী সম্পর্ক? জবাব হল নীবিড় সম্পর্ক।

বিপদে পড়ে প্রথম ভারতের কাছে বড় সাহায্য চাইল মস্কো। ওগেনারদের বিদ্রোহে বিপদের মেঘ ঘনাচ্ছিল রাশিয়ার বাদশা পুতিনের ওপর। শুক্রবার রাতে জানা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিনকে। কিন্তু তার আগে ঠিক কী ঘটেছিল সেটা কি জানা আছে? শুনুন এমনি এমনি কিন্তু ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রশংসা করছেন না পুতিন। এবার প্রকাশ্যে চলে এল চাঞ্চল্যকর সেই তথ্য। ক্রেমলিন থেকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সিক্রেট কল উল্টে দিচ্ছে গোটা খেলাটাই। অনেকেই মনে করছেন নমো আমেরিকা সফর করে আসার পর যাতে রাশিয়া তাতে ক্ষুব্ধ না হন সেজন্যই ক্রেমলিনের ফোন গেছিল মোদীর। মানে রাশিয়াকে বাটারিং করার চেষ্টা ভারতের। কিন্তু এই ধারণা যে সম্পূর্ণ ভুল সেটা প্রমাণ হয়ে যাবে বেশ কিছু গোপন তথ্য যদি জানতে পারেন আপনি৷ দিল্লির তরফ থেকে নয় মোদী-পুতিনের কথোপকথনের পর ক্রেমলিনের তরফে বিবৃতি জারি করে বলে দেওয়া হল ঠিক কি আলোচনা হয়েছে ২ রাষ্ট্রনেতার মধ্যে।

তথ্য বলছে ওয়েনার গ্রুপের বিদ্রোহের মাঝে ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালকে ইমারজেন্সি কল করেন রুশ নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ তারপর যা হল তা ইতিহাস এদিকে শুক্রবার মোদী পুতিনকে ফোন করে প্রশংসা করেন ওয়াগানার গ্রুপের সশস্ত্র বিদ্রোহ ঠেকাতে রাশিয়া প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে ভারত তাতে পূর্ণ সমর্থন জানিয়েছেন। পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়ে পিএমও-র তরফেও জানানো হয়, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া স্থানীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে রাশিয়া ও ভারতের রাষ্ট্র প্রধানের ওয়াগানার বিদ্রোহের পর রাশিয়ার বর্তমান অবস্থার বিষয়ে মোদীকে অবহিত করেছেন পুতিন।

কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার অন্দরে কি হচ্ছে না হচ্ছে, ওগেনার বিদ্রোহ নিয়ে ভারতের সঙ্গে কথা বলা
এবং বিদ্রোহ দমনের আগে ডোভালকে ফোন এমনটা হতেই পারে যে ওগেনার গ্রুপকে কীভাবে বাগে আনতে হবে তার একটা রণনীতি ভারতই তৈরি করে দিয়েছিল রাশিয়াকে। বিদ্রোহী ইয়েভগেনি প্রিগোজ়িন এবং তাঁর ওয়াগনার গ্রুপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনকালকে সঙ্কটের মধ্যে ফেলে দিয়েছিলেন বিশেষজ্ঞরা বলছেন গত ২ দশক রাশিয়ার ক্ষমতা কুক্ষিগত করলেও এ রকম পরিস্থিতিতে পড়তে হয়নি পুতিনকে। ওগেনার গ্রুপ ও প্রিগোজিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা জারি করতেই বিদ্রোহে ইতি টানে ওয়াগনার গোষ্ঠী। কূতনৈতিকবিদদের একাংশ বলছেন এর মানে বুঝতে পারা যাচ্ছে শুধু বাণিজ্যিক সম্পর্কই নয় কৌশলগত দিক থেকেও ভারতকে কতটা প্রয়োজন রাশিয়া বা পুতিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কি মনে হয় মোদীর আমেরিকা সফর কি তাহলে কোনও এফেক্টই ফেলল না রাশিয়ার ওপর?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version