Delhi-Mumbai Expressway: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উদ্বোধনে মোদী, সড়কের ফলে কী সুবিধা পাবে আমজনতা?

।। প্রথম কলকাতা ।।

Delhi-Mumbai Expressway: আজ, রবিবার মোদীর হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে দিল্লি থেকে মুম্বই যাওয়ার মহাসড়ক (Delhi-Mumbai Expressway)। দেশের সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ের প্রথম অংশের উদ্বোধন করবেন নমো। এই সড়কের মোট দৈর্ঘ্য ১,৩৮৬ কিলোমিটার, কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন যে অংশের তার দৈর্ঘ্য ২৪৬ কিলোমিটার। এই অংশ তৈরিতে লেগেছে ১২ হাজার ১৫০ কোটি টাকা। সবটাই করা হয়েছে মানুষের সুবিধার কথা ভেবে। এর ফলে সুবিধা কী পাবে আমজনতা?

এই মুহূর্তে দিল্লি থেকে লালসোট পর্যন্ত পথের উদ্বোধন করবেন মোদী। দিল্লি (Delhi), হরিয়ানা, রাজস্থান (Rajasthan), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), গুজরাট (Gujarat) এবং মহারাষ্ট্র- এই ছটি রাজ্যকে জুড়বে এই এক্সপ্রেসওয়ে। এই রাস্তার মাঝেই পড়বে কোটা, ইনদওর, জয়পুর, ভোপাল, ভাদোদরা এবং সুরাত। পাশাপাশি এই এক্সপ্রেসওয়ের কারণে লাভবান হবে ১৩ টি পোর্ট,৮টি এয়ারপোর্ট এবং ৮টি মাল্টি নোডাল লজিস্টিক্স পার্ক। তবে দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে চালু করার নেপথ্যে রয়েছে অন্য আরেকটি কারণ। বিশ্লেষক মহলের বক্তব্য, পাখির চোখ এখন রাজস্থান, কর্নাটকের ভোটে। তাই প্রায় প্রতিমাসেই সেখানে পা রাখছেন নরেন্দ্র মোদী।

কর্নাটকে (Karnataka) নিজেদের ক্ষমতা ধরে রাখতে এবং রাজস্থানে (Rajasthan) হাত শিবিরকে সরাতে উঠে পড়ে লেগেছে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন দল। এই মর্মে নানা ধরনের কৌশল করছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। যদি রাজস্থানে ক্ষমতা বিস্তারে সফল হয় বিজেপি (BJP), তাহলে ২৪-এর লোকসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে পারবেনা কংগ্রেস (Congress)। আর সেই লক্ষেই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি-দৌসা-লালসোট অংশটি রবিবার উদ্বোধন করছেন নমো। এই এক্সপ্রেসওয়ের ফলে দিল্লি-মুম্বইয়ের দূরত্ব কমবে ২০০ কিলোমিটার। পাশাপাশি যাতায়াতের সময়ও কমবে। অন্যদিকে এই প্রকল্পের কারণে বিপুল পরিমাণ চাহিদা তৈরি হচ্ছে সিমেন্ট ও ইস্পাতের। যে পরিমাণ ইস্পাতের প্রয়োজন হচ্ছে, তা দিয়ে ৫০টি হাওড়া ব্রিজ তৈরি করে ফেলা যায়। ২০২৪-এ এই এক্সপ্রেসওয়ে চালু করার লক্ষ্য রেখেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version