POK তে চীনকে ধাক্কা মোদীর! রাতারাতি পলিসি বদলালো বেজিং, জাকার্তায় হইচই

।। প্রথম কলকাতা ।।

চীনকে POK নিয়ে আরও বড় ধাক্কা মোদীর। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার আর্জি বেজিংয়ের। চীন ভারতের বন্ধু হতে চাইছে এ কেমন সমীকরণ। পাকিস্তানের ওপর ভরসা করে এবার ডুবে গেল চীন।য়দিল্লির ব্যাক টু ব্যাক ধাক্কা সামলাতে পারছে না বেজিং৷ ঘুরপথে বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট নিয়ে ভারতের সমর্থন পাওয়ার চেষ্টা। এলোপাথারি ভাবে মুখ থুবড়ে পড়ল চীন হয়তো  তারা ভাবতেও পারেনি, সঙ্গে পাকিস্তানও। আজারবাইজানের রাজধানী বাকুতে ঘটে গেল অদ্ভুত এক কূটনৈতিক গেম। আপনি ভারতীয় হলে ভারতের এই প্রতিবাদ জানাটা দরকার। কিন্তু চীন বোধহয় পলিসি বদলে ফেলছে৷ ভারতের সঙ্গে আর কূটনীতিতে পেরে ওঠা যাচ্ছে না। চীনের অর্থনীতিতে বড় লস, কারণ দিল্লি কমাচ্ছে বাণিজ্য। এবার ভারতের বন্ধু হওয়ার প্রস্তাব দিল বেজিং। কিন্তু তাতে কি পিওকে-র মধ্যে দিয়ে যাওয়া BRIর বরফ গলবে?

নন অ্যালাইনড মুভমেন্ট জোট-নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম সেখানেও চীনের BRI প্রজেক্ট আটকে দিলেন মোদী।
নন অ্যালাইনড মুভমেন্ট এমন একটা গ্রুপ যার সদস্য দেশগুলো আগামী দিনে কী কী বড় পদক্ষেপ নিতে চলেছে তার প্রস্তাব এখানে জমা করে। চীন অ্যালাইনড মুভমেন্টের সদস্য নয় পর্যবেক্ষক। কিন্তু বেজিং এখানে পাকিস্তানের হাত দিয়েই খেলতে চাইল খেল। ইসলামাবাদকে দিয়ে ন্যামের দস্তাবেজে রাখতে চাইল BRIকে। ব্যাস এরপরই কার্যত গর্জে ওঠে ভারত রিপোর্ট বলছে ভারতের তরফ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে BRI নিয়ে ন্যামে কোনও দস্তাবেজে রাখা যাবে না। সোজা কথায় দিল্লি ব্লক করে দিল চীন-পাকিস্তানের যৌথ প্রয়াসকে। এসসিওর পর গিলগিট বালটিস্তানের মধ্যে দিয়ে যাওয়া পিওকে নিয়ে ফের ধাক্কা৷

এদিকে এইসময় ইন্দোনেশিয়ার জাকার্তায় ঘটে গেল আরেক অদ্ভুত ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন এ থেকে স্পষ্ট ভারতের সঙ্গে আর শত্রুতার রিস্ক অ্যাটলিস্ট এমূহুর্তে নিয়ে চাইছে না বেজিং। জাকার্তায় আসিয়ান দেশগুলোর বৈঠকের ফাঁক চীনের বিদেশমন্ত্রী ওয়াং। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বলেছেন এখন দুদেশের মধ্যে সন্দেহের পরিবর্তে পারস্পরিক সমর্থন প্রয়োজন। কূটনৈতিক মহলের মতে ভারতে ব্যবসার সুযোগ হারাচ্ছে বেজিং। গ্রাউন্ড ফ্যাক্ট বলছে চীনা ব্যবসার প্রতি ভারত এখন অনেক বেশি সতর্ক। সেখানেই হয়ত দিল্লির সঙ্গে পেরে না উঠে এবার বন্ধুত্বের টোপ দিল চীন, তবে বন্ধু কে আর শত্রু কে ভালো করে চেনে দিল্লি ভুললে চলবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version