Gmail: ডিসেম্বরে ডিলিট হবে লাখ লাখ জিমেইল অ্যাকাউন্ট, আপনি নেই তো? কিভাবে বুঝবেন জেনে নিন

।। প্রথম কলকাতা ।।

Gmail: ডিসেম্বরে বন্ধ হতে চলেছে লাখ লাখ জিমেইল একাউন্ট (Gmail Account)। বড় পদক্ষেপ নিতে চলেছে গুগল (Google)। আমরা বেশিরভাগ সময় জিমেইল একাউন্ট (Gmail Account) ইউজ করি। সামাজিক যোগাযোগের পাশাপাশি পেশা ভিত্তিক মেইল, লগইন, সাইনআপ বিভিন্ন অনলাইন প্লাটফর্ম সম্বন্ধে আপটুডেট থাকা যায়। হঠাৎ করে যদি সেই প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ নথি মেইলে সেভ করা রয়েছে সেগুলো তো আর পাবেন না। যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে তো বিপত্তি নেমে আসবে। অনলাইন দুনিয়ায় বলা যেতে পারে একাধিক পরিষেবা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সেই তালিকায় আপনি কি আছেন? আপনি হয়তো বলবেন কিভাবে বুঝবেন? জেনে রাখুন বিশ্বজুড়ে বিপুল স্তরে জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়েন্ট। সেই তালিকায় আপনার মেল আইডি আছে কিনা বুঝবেন কি করে সেই নিয়েই আজকের আমাদের প্রতিবেদন।

টেক জায়ান্ট ডিসেম্বর মাসে লাখ লাখ জিমেইল একাউন্ট (Gmail Account) বন্ধ করার এনাউন্স করেছে। জেনে নিন কোন কোন জিমেইল অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে। আপনি আপনার জিমেইল একাউন্টটিকে কিভাবে বন্ধ হওয়া থেকে বাঁচাবেন? বিভিন্ন কারণে একের পর এক জিমেইল অ্যাকাউন্ট বানিয়ে থাকি আমরা এবং পরবর্তীকালে সেগুলোকে আর ব্যবহার করা হয় না। জেনে রাখুন যে সমস্ত জিমেইল দু’বছর ধরে নিষ্ক্রিয় হয়ে রয়েছে সেই সমস্ত একাউন্টগুলো কিন্তু এবার মুছে ফেলা হবে। যদি ইউটিউব এ ভিডিও দেখা প্লে স্টোর থেকে ডাউনলোড করা, থআরড পাটি অ্যাপ্লিকেশন লগইন করা, গুগল সার্চ ব্যবহার করা, ইমেইল পাঠানো ইত্যাদি করতে যদি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে সেটাকে সক্রিয় বলে মানা হবে।

কী কী সমস্যায় পড়তে হতে পারে?

জিমেইলের সঙ্গে লিংক থাকে গুগল ডক্স, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার এবং গুগল ফটোস। তাই অ্যাকাউন্ট যদি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তাহলে এই সকল পরিষেবা পাওয়া যাবে না। পাশাপাশি যোগাযোগের জন্য জিমেইল ব্যবহার করতে পারবেন না। এমনকি যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট কোন ব্যবসা অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে কিন্তু সেটিকে ডিলিট করা হবে না। যদি আপনি এগুলোর কোনটাই না করে থাকেন তাহলে কয়েকটা সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি বাঁচাতে পারেন। সেটা কিভাবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা।

প্রথমত আপনি ইমেইল খুলে চেক করুন যে গুগল আপনাকে এই ধরনের কোন ইমেইল পাঠিয়েছে কিনা তাহলে আপনি ওখানে ক্লিক করে পুনরায় এক্টিভেট করতে পারেন। তাছাড়া ওই ইমেইলটি ব্যবহার করে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড, ইউটিউবে ভিডিও দেখা বা সার্চ ইঞ্জিনের সার্চ করে বা ইমেইল পাঠিয়ে আপনি আপনার জিমেইলকে রক্ষা করতে পারেন।

হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিল কেন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে। গুগলের এই পদক্ষেপের পিছনের মূল কারণ হলো নিষ্ক্রিয় জিমেইলের উপর হ্যাকারদের লক্ষ্য থাকে। সেখানে সিকিউরিটি সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। গত ২ছর ধরে যে সমস্ত জিমেইল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে অথবা ব্যবহার করা হয়নি সেই সমস্ত একাউন্টকেই টার্গেট করছে গুগল। জিমেইল বন্ধ হয়ে গেলে কিন্তু তার সঙ্গে জড়িত থাকা একাধিক যেটাও হারাতে পারেন ইউজাররা। গুগল জানিয়েছে জিমেইল অ্যাকাউন্ট দীর্ঘদিন ইন একটিভ থাকলে তাতে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হতে পারে। এবার অপরাধীদের মূল টার্গেট থাকে ইন একটিভ জিমেইল (In active gmail)।পাশাপাশি এই সমস্ত একাউন্টে নেই কোন ২ স্টেপ ভেরিফিকেশন এবং শক্ত পাসওয়ার্ড। যার ফলে জিমেইল হ্যাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version