কোটিপতি নেতা, মন্ত্রীর তালিকায় মিমি চক্রবর্তীও! হ্যান্ডসাম এই রাজনীতিবিদরা কত টাকার মালিক ?

।। প্রথম কলকাতা ।।

কারোর সম্পত্তির পরিমাণ ৩৭৯ কোটি! তো কারোর ব্যাঙ্কে কয়েক লক্ষ। এই রাজনীতিবিদরা সুন্দর চেহারার জন্য বেশি পরিচিত। কোটিপতি রাজনীতিবিদদের তালিকায় মিমিও। জানেন তাঁদের ব্যাঙ্কে ঠিক কত টাকা রয়েছে? শুধু মিমি নয়, এই হ্যান্ডসাম নেতাদের দেখলে প্রেমে পড়ে যাবেন জানেন এঁরা ঠিক কত টাকার মালিক?

প্রথমেই যার কথা না বললেই নয়। তিনি হলেন মিমি চক্রবর্তী। ছোটপর্দায় গানের ওপারে সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন মিমি। তারপর একাধিক ছবিতে অভিনয় করেছেন। মিমির কেরিয়ারে হিট ছবির ছড়াছড়ি। নিজের ইউটিউব চ্যানেল রয়েছে। সিনেমার পাশাপাশি রাজনীতিতেও তিনি যথেষ্ট সফল। ২০১৯ সালে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিমি যে হলফনামা দিয়েছেন তাতে উল্লেখ রয়েছে মিমি চক্রবর্তীর নামে ব্যাঙ্কে ছিল ৭৩ লক্ষ ৩৬ হাজার ৮২৫.৩৬ টাকা। মিমির নিজস্ব দুটি গাড়ির দাম মোট ৪২ লক্ষ ২৩ হাজার ২৭৩ টাকা। মিমির কাছে গয়না রয়েছে ২৭১.০৪ গ্রাম। এই গয়নার বাজার দর ২০১৯ সালে ছিল ৮ লক্ষ ৮৫ হাজার ১৩ টাকা। এ কবছরে মিমির সম্পত্তি আরও বেড়েছে যদিও তা কত জানা যায়নি।

মহিলা মহলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আলাদা ক্রেজ রয়েছে। যে প্রাসাদে সিন্ধিয়া পরিবারের বাস তার দামই প্রায় চার হাজার কোটি টাকা। ওই প্রাসাদের দরবার হলে বিশ্বের সব থেকে বড় কার্পেট বিছানো রয়েছে। নির্বাচনী হলফনামায় জ্যোতিরাদিত্য জানিয়েছিলেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৭৯ কোটি টাকা।

কিছুদিন আগেই বলি নায়িকা পরিনীতি চোপড়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন রাঘব চাড্ডা। তাঁর লুক কোনও বলি নায়কের থেকে কম নয়। আম আদমি পার্টির মুখপাত্র তিনি। পড়েছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে। রাঘব চাড্ডার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।

সবশেষে আরেক রাজনীতিবিদের কথা বলব। যিনি বলিউডে অভিনয় করেছেন এক সময়। বলিউডের ছবিতে অভিনয় করেছিলেন। ছবির নাম ছিল মিলে না, মিলে হম। ছবি হিট করেনি। তার পর আর দ্বিতীয় কোনও ছবিতে ভাগ্য যাচাই করার চেষ্টা করেননি চিরাগ পাসওয়ান। যোগ দেন রাজনীতিতে। তাঁর চোখের প্রেমে পড়েছেন অনেকেই। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মনোনয়ন পেশের সময় যে হলফনামা দিয়েছিলেন চিরাগ তাতে দেখা গিয়েছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮৪ লক্ষ ৬৬ হাজার ৬৬ টাকা।

রাজনীতির ময়দানে এমন অনেক মানুষই আছেন যাঁদের না চিনে থাকলে ছবি হিরো বা হিরোইন ভাববনে। আবার কেউ রাজনীতি অভিনয় দুটোকেই সমান তালে চালিয়ে যাচ্ছেন। মানুষের কাছে এদের আলাদা জনপ্রিয়তা রয়েছে। তাই তাদের হাঁড়ির খবর জানতে বরাবরই আগ্রহ থাকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version