National Security Guard: ব্ল্যাক ক্যাটসের নামে জঙ্গিদের বুক কাঁপে, ট্রেনিংয়ে আতঙ্ক, ভয়ানক স্টাইল

।। প্রথম কলকাতা ।।

National Security Guard: ব্ল্যাক ক্যাটসের নামে ভয়ে বুক কাঁপে জঙ্গিদের। কী ভাবে চান্স পাবেন NSG তে? ভয়ংকর কমান্ডো ভারতের। ভোগ করে তীব্র নরক যন্ত্রণা। ঘন অন্ধকারে লেজার রাইফেলে হেড শট। শত্রু নিকেশে ভয়ানক স্টাইল ব্ল্যাক ক্যাটস-র। বেতনের আন্দাজ আছে? ব্ল্যাক ক্যাটস কয়েক সেকেন্ডেই করতে পারে তোলপাড়। পার করতে হয় কঠিন প্রশিক্ষণ। কীভাবে ভারতের ক্ষমতা জাহির করে এই তুখোর যোদ্ধারা? স্পেশাল অপারেশন, ঘন অন্ধকারে লেজার রাইফেলে হেড শট। জঙ্গি খালাস। শত্রুকে শেষ করতে হাত কাঁপে না NSG’র। ন্যাশানাল সিকিউরিটি গার্ড ভারতের এই স্পেশাল ফোর্সকে ‘মেন ইন ব্ল্যাক’ বা ‘ব্ল্যাক ক্যাটস’ ও বলা হয়। কিন্তু, NSG কমান্ডো হওয়া কতটা কঠিন? আন্দাজ আছে?

ট্রেনিং এই ঘায়েল হতে পারেন। NSG কমান্ডোদের স্পেশ্যাল ট্রেনিং দেওয়া হয়। কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। NSG-তে যোগদান করা মোটেই সহজ নয়। ঘনবসতিপূর্ণ শহর থেকে শুরু করে পাহাড়, জঙ্গল, এমনকি জলের তলায় থেকেও হামলা চালাতে সিদ্ধহস্ত ব্ল্যাক ক্যাটস। হাঁড়ি মাথায় মুখোমুখি দু’জন কমান্ডোকে দাঁড় করিয়ে চলে ট্রেনিং, তারপর প্রশিক্ষক এর নির্দেশে একে অপরের দিকে গুলি চালাতে হয়। সত্যিকারের গুলি দিয়ে মাথর ওই হাঁড়ি উড়িয়ে দিতে হয় কমান্ডোদের। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে বড় কিছু ঘটে যেতে পারে লাইফ রিস্ক থাকে। এছাড়া ঘন কালো অন্ধকার ঘরে শ্যুটিংয়ের অনুশীলন করতে হয় NSG কমান্ডোদের। লেজার রাইফেল নিয়ে ওই ঘরে ঢুকে মাত্র ৩ সেকেন্ডের মধ্যে টার্গেটকে খতম করতে হয়। ২০ কেজির ওজন নিয়ে ১৫ থেকে ২০ কিলোমিটার দৌড়াতে হয়। মার্শাল আর্ট থেকে শুরু করে ছুরি নিয়ে হামলা। খুব টাফ ট্রেনিং হয়।

NSG’র কাজ যত কঠিন বেতন ততই আকর্ষণীয়। মাসে প্রায় ৮৪ হাজার থেকে আড়াই লাখ টাকা বেতন পাওয়া যায়। তবে, এতে যোগ দেওয়ার অন্যতম প্রাথমিক শর্তই হল ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সে কাজের অভিজ্ঞতা থাকা। প্রার্থীরা সেন্টাল আর্ম পুলিশ ফোর্স-CISF, CRPF, SSB অথবা BSF থেকেও হতে পারেন। ইন্ডিয়ান আর্মির সদস্যদের আবেদনের ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকলেই হবে। এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। আর পুলিশ ফোর্স থেকে আবেদনকারীর কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া, NSG-তে যোগদান করতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে। স্নাতক ডিগ্রি থাকতে হবে। NSG কমান্ডো তৈরির জন্য ১৪ মাসের ট্রেনিং প্রোগ্রাম হয় যা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাতে উত্তীর্ণ হতে হবে।

১৯৮৬ সালে তৈরি হয় এই স্পেশ্যাল ফোর্স। যাদের মেইন টার্গেট ছিল সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করা, আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত করা। ২৬/১১-র তাজ হোটেল হোক বা গুজরাটের অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা হলেই সরকারের অটমেটিক চয়েস হয়ে দাঁড়ায় NSG কমান্ডো। সফল অপারেশন চালিয়ে পণবন্দিদের উদ্ধারেও বড় ভূমিকা নিয়েছে এই স্পেশাল ফোর্স। এই বিভাগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাভুক্ত। ব্ল্যাক ক্যাটসদের দুটো ইউনিট – স্পেশাল অ্যাকশন গ্রুপ বা এসএজি এবং স্পেশাল রেঞ্জার গ্রুপ বা এসআরজি। NSGর হাতে থাকে বিশ্বের সর্বাধিক উন্নত অস্ত্রশস্ত্র। বাছাই প্রক্রিয়াটি এতটাই কড়া যে ৭০ থেকে ৮০ শতাংশই হাল ছেড়ে দেন। যারা সেই পর্ব পার করতে পারেন, তাদের আরও ৯ মাসের জন্য ফ্যান্টম এনএসজি কমান্ডো হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। পরিসংখ্যান বলছে, প্রতি ১০০ জনে মাত্র ৮ বা ১০ জনই NSG কমান্ডো হতে পারেন। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বলয়তেও থাকেন NSG কমান্ডোরা। আজ, দেশের বহু তরুণরেই প্রথম পছন্দ NSG।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version