Cyclone Michaung: মিগজাউমে কী ভয়ানক হাল চেন্নাইয়ের ? আগেই এত তান্ডব, ল্যান্ডফলে লোকেশন বদলে গেল!

।। প্রথম কলকাতা ।।

Cyclone Michaung: ল্যান্ডফলের আগেই ঘূর্ণিঝড় মিগজাউমের এ কী তাণ্ডব? ভারতের চেন্নাই অবস্থা দেখে আঁতকে উঠবেন। উদ্ধারে শেষে নামতে হল ইন্ডিয়ান আর্মিকে। ল্যান্ডফলের আগে এই অবস্থা হলে পরে কতটা খতরনাক হবে অবস্থা? বদলে গেল ল্যান্ডফলের লোকেশন! চেন্নাই তছনছ হয়ে যাচ্ছে মিগজাউমের এ কী ভয়ঙ্কর খেলা। তামিলনাডুর কুভাম লেক উপচে পড়ে ভেসে গিয়েছে চেন্নাই। তামিলনাড়ুর চেন্নাইয়ে তাণ্ডব চালানোর পর দ্রুত গতিতে অন্ধ্রপ্রদেশের দিকে ঘূর্ণিঝড় মিগজাউম কিন্তু এতটা প্রবল হবে এর এফেক্ট আগে কী জানা গেছিল? প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল বৃষ্টিপাতের জেরে বহু এলাকা জলমগ্ন। ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হয়েছে। বহু যানবাহন জলের তোড়ে ভেসে গিয়েছে। জায়গায় জায়গায় বড় বড় গাছ, দেওয়াল এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। জানা যাচ্ছে অন্তত ৩০০ লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে ইন্ডিয়ান আর্মি।

বন্যার জল হু হু করে ঢুকে পড়ায় বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ্যসেবা পরিষেবা সাময়িক ভাবে স্থগিত। জলরুদ্ধ হয়ে পড়েছে চেন্নাইয়ের মেট্রো স্টেশনগুলি। প্রশাসনের তরফে চেন্নাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেসরকারি অফিসের কর্মীদেরও বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়বে মিগজাউম যার প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। চেন্নাই বিমানবন্দরের রানওয়ে ভেসে যাওয়ায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আসা-যাওয়ার সব বিমান বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বহু ট্রেনও। বন্ধ রাখা হয়েছে বাস চলাচল। ফলে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ।

অন্য দিকে, মিগজাউমের প্রভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। জেলাগুলি টানা তিন দিন বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দুর্যোগের দাপট বেশি হবে না। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version