Mid Day Meal: ফের চর্চায় মিড ডে মিল প্রকল্প, কেন্দ্রের অনুরোধে রাজ্যে আসছে ক্যাগ

।। প্রথম কলকাতা ।।

Mid Day Meal: কেন্দ্র সরকারের পোষণ প্রকল্পের (PM Poshan Scheme) অধীনে প্রত্যেক সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য দিনে একবার খাবার পরিবেশন করার নিয়ম রয়েছে। আর এই বিষয়গুলি দেখভাল করে বিভিন্ন রাজ্যের সরকারি শিক্ষা দফতর। বাংলায় মিড ডে মিলের (Mid Day Meal) জন্য বরাদ্দ টাকা সঠিক খাতে খরচ হচ্ছে না, এমনটাই অভিযোগ উঠে এসেছিল। যার পরিপ্রেক্ষিতে দিন কয়েক আগেই কেন্দ্রীয় দল এসে পরিদর্শন করে বিভিন্ন জেলার সরকারি স্কুলগুলি। তাঁরা যদিও বিশেষ কিছু পাননি। তবে এবার ফের রাজ্যে মিড ডে মিলে আর্থিক খরচ ঠিকমতো হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য আসছে ক্যাগ (CAG)।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অনুরোধে সিএজি বা ক্যাগের বিশেষ টিম এসে উপস্থিত হবে বাংলায়। তাঁরা খতিয়ে দেখবেন কীভাবে সরকারি স্কুলগুলোতে মিড ডে মিল চালু রয়েছে ? তাতে পড়ুয়ারা কতটা লাভবান হচ্ছে ? যে পরিমাণ অর্থ কেন্দ্র সরকারের তরফ থেকে বরাদ্দ করা হচ্ছে সেটা কি সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে? তাঁরা রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল পরিদর্শন করার পর ফিরে গিয়ে যে রিপোর্ট দেবেন তার উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেবে কেন্দ্র। প্রায় নয় বছর পরে রাজ্যে চলতি বছরে মিড ডে মিল নিয়ে টিম পাঠিয়েছিল কেন্দ্র (Central)। এবার আসতে চলেছে ক্যাগ টিম।

মিড ডে মিল প্রকল্পে কোনো রকম আর্থিক দুর্নীতি হয়েছে কিনা তা বলবে ক্যাগের রিপোর্ট। অন্যদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, সিএজি অডিটের বিশেষ টিমের সঙ্গে রাজ্য শিক্ষা দফতরের অফিসার এবং রাজ্য অর্থ দফতরের অফিসাররা বৈঠক করবেন। ক্যাগ টিম রাজ্যের কাছ থেকে যা যা জানতে চাইবেন তাদেরকে স্পষ্টভাবে সেগুলি জানিয়ে দেওয়া হবে। এতে ক্যাগের ক্ষেত্রেও কাজ করা বেশ সুবিধার হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের দাবি, বিগত ৩ বছরে এই প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের অধীনে বাংলার মিড ডে মিল এর জন্য বরাদ্দ টাকা নয়ছয় করা হয়েছে। তাই কেন্দ্রের তরফ থেকে ক্যাগকে বিশেষভাবে রাজ্যে এসে হিসাব খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version