Weather update: কলকাতায় পারদ নামল ১৩ ডিগ্রিতে, তবে ফের বাড়বে তাপমাত্রা

।। প্রথম কলকাতা ।।

Weather update: আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল দক্ষিণবঙ্গের শীতের প্রত্যাবর্তনের আর তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী ২৩শে জানুয়ারি শেষ হতে চলেছে চলতি মরসুমের শীতের মেয়াদ। জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে আর তেমন পারা পতনের সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে পৌঁছল ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

শুক্রবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঠুকছে উত্তর পশ্চিম ভারতে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তরে হাওয়া। আর বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প যুক্ত হাওয়া ঢুকবে রাজ্যে। আবার উত্তরের হাওয়া প্রবেশ করার পথ প্রশস্ত হতে পারে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্রবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। ভোরের দিকে কুয়াশা (Fog) থাকলেও বেলা গড়ালে রোদ উঠবে।

আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি জন্ম জয়ন্তী এবং ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন উষ্ণ থাকবে রাজ্যের আবহাওয়া (Weather)। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী সপ্তাহ থেকে হাওয়া বদলের ইঙ্গিতে দিয়েছে আবহাওয়া দপ্তর। কার্যত উধাও হবে শীত। আগামী রবিবার থেকে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা। ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারির মধ্যে কলকাতার পারদ পৌঁছবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version