সিঙ্গেল চার্জে 1,000 কিমি! ঝাঁ চকচকে Mercedes Benz Vision EQXX গাড়ির প্রদর্শনী হল ভারতে

।। প্রথম কলকাতা ।।

বৈদ্যুতিক গাড়ির বাজারে শিহরণ জাগাতে নতুন মডেল তৈরি করছে জনপ্রিয় গাড়ি সংস্থা মার্সিডিজ বেঞ্জ (Mercedes Benz)। যা সম্প্রতি ভারতে প্রদর্শন করল সংস্থা। মার্সিডিজের দাবি, তাদের আসন্ন Mercedes Benz Vision EQXX গাড়ির মনোযোগ শুধু হাই-টেক ফিচার্সের উপর থাকবে না, একই সঙ্গে পরিবেশ দূষণ ও নিরাপত্তার দিকটিও সমান ভাবে খেয়াল রাখা হবে।

বেঙ্গালুরুতে এদিন মার্সিডিজ-বেঞ্জ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইন্ডিয়া (MBRDI) দপ্তরে অনুষ্ঠিত হয় সেফ রোড সামিট-এর তৃতীয় এডিশন (Safe Roads Summit 1022)। যেখানে এই উচ্চ রেঞ্জ বিশিষ্ট বৈদ্যুতিক গাড়ির প্রদর্শনী করে সংস্থা।

সংস্থার দাবি, Vision EQXX-এর প্রাথমিক উদ্দেশ্য হল সর্বোত্তম শক্তির ব্যবহার। এর জন্য গাড়িটিতে থাকবে একটি বিশেষ পাওয়ারট্রেন যা ৯৫ শতাংশ শক্তি দক্ষতা অর্জন করতে সক্ষম। তাছাড়া এটিতে ০.১৭ এর ড্র্যাগ সহগ (সিডি) এর জন্য একটি অত্যন্ত বায়ু-দক্ষ নকশাও রয়েছে।

 

আরও পড়ুন : 5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

 

সামগ্রিক দিক থেকে গাড়িটি যতটা সম্ভব কমপ্যাক্ট এবং হালকা রাখার চেষ্টা করছে মার্সিডিজ। নিরাপত্তার সাথে আপোস না করে টেকসই উপকরণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে গাড়িটি, বলে জানিয়েছে এই জার্মান সংস্থা।

MS1500 অতি-উচ্চ-শক্তির মার্টেনসিটিক লোহা, কার্বন-ফাইবারের দরজা এবং গ্লাস-ফাইবার রিইনফোর্সড প্লাস্টিকের হাইব্রিড দিয়ে তৈরি গাড়িটি। সংস্থার দাবি অনুযায়ী, গাড়িটির সিঙ্গেল চার্জে রেঞ্জ দেয় ১,০০০ কিলোমিটারেরও বেশি। মার্সিডিজের আরেক বৈদ্যুতিক জায়েন্ট EQS গাড়ির থেকে ২৫ কিলোমিটার বেশি। বৈদ্যুতিক গাড়িটিতে রয়েছে একক বৈদ্যুতিক মোটর যা ২৪৪ hp (১৮০ কিলোওয়াট) শক্তি উৎপাদন করতে পারে। কমপ্যাক্ট ফ্রেমে যুক্ত রয়েছে একটি ১০০kwh ব্যাটারি প্যাক।

গাড়িটিকে অন্য মাত্রা দিয়েছে এটির উপর পাতা ১১৭টি সোলার সেল। এই সৌর শক্তির ফলে ২৫ কিলোমিটার অতিরিক্ত রেঞ্জ দিতে পারে Vision EQXX। আপাতত এটির নন-রানিং প্রোটোটাইপ প্রদর্শন করেছে মার্সিডিজ। আগামী বছর এটির রানিং কনসেপ্ট পেশ করতে পারে সংস্থা।

Exit mobile version