।। প্রথম কলকাতা ।।
Meghalaya Assembly Election 2023: চলতি বছর উত্তর-পূর্বের তিন রাজ্যের নির্বাচন দিয়ে ভোটের মরশুম শুরু হচ্ছে। পাখির চোখ ত্রিপুরা আর মেঘালয়ের দিকে। যেনতেন প্রকারণে বাংলার বাইরে নিজেদের ভীত শক্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। ৬০ বিধানসভা আসনের মধ্যে ৫২টিতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ঘাসফুল শিবির (Trinamool)। সোঙ্গসক আসনের গত দু’বারের বিধায়ক সাংমা পুরনো কেন্দ্রের সঙ্গে পূর্ব-গারো পাহাড়ের টিকরিকিল্লা থেকেও লড়বেন। পাশাপাশি তালিকায় মোট ন’জন বিদায়ী বিধায়কের নাম আছে। যাঁরা সকলেই ২০১৮-য় কংগ্রেসের (Congress) টিকিটে জিতেছিলেন। যদিও প্রথমে যাঁরা ঘাসফুলে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে তিনজন দল ছেড়েছেন।
এদিকে নোঙ্গথিম্মাই আসনের বিদায়ী বিধায়ক পিংরোপ সেখানকারই প্রার্থী হয়েছেন। নির্বাচনের ফলাফল জানা যাবে মার্চের শুরুতেই। লড়াইতে এনপিপির সঙ্গে তৃণমূল, বিজেপি (BJP) এবং কংগ্রেস রয়েছে। ২০০৪-এ এই রাজ্যের তুরা কেন্দ্র থেকে জোড়াফুল প্রতীকে জয়ী হয়েছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার পিএ সাংমা। তাঁর ছেলে বর্তমানে সেখানকার মুখ্যমন্ত্রী। অন্যদিকে গেল বছর দেহব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া বার্নার্ডকে কনরাড সাংমার বিরুদ্ধে দাঁড় করিয়েছে বিজেপি। ২০০০ সালের পর একাধিক ফৌজদারী মামলা দায়ের হয়েছিল বার্নার্ডের বিরুদ্ধে। কিন্তু তা সত্বেও তাঁকে নির্বাচনের টিকিট দিয়েছে গেরুয়া শিবির।
২০১৮-র নির্বাচনে বিজেপি ৪০টি আসনে প্রার্থী দিয়েছিল, আর জয় পেয়েছিল মাত্র দু’টিতে। এদিকে মেঘালয়ের ২০২৩-এর নির্বাচনে প্রথম পর্যায়ে ৫৫টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এবার সেই প্রার্থী তালিকায় থাকা অগাস্টিন যোগ দিয়েছে তৃণমূলে। তাঁর এই দল বদলের ইঙ্গিত মিলেছিল আগেই। এমনিতে যেকোনও নির্বাচন আসলেই দল বদলের হিড়িক ওঠে নেতা-মন্ত্রীদের মধ্যে। এবারও নির্বাচনের আগ দিয়ে একই চিত্র নজরে পড়ছে। দেখার, মেঘালয়তে সরকার বদল করতে পারে কিনা তৃণমূল। নজর রয়েছে রাজনৈতিক মহলের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম