Meghalaya Assembly Election 2023: ক্ষমতায় থাকলে দেওয়া হবে ৫ লক্ষ চাকরি, প্রতিশ্রুতি NPP এর

।। প্রথম কলকাতা ।।

Meghalaya Assembly Election 2023: মেঘালয়ের ক্ষমতাসীন দল চলতি বছরের নির্বাচনে পুনঃনির্বাচিত হলে আগামী পাঁচ বছরে ৫ লাখ কর্মসংস্থান তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে। শুক্রবার জোওয়াইতে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দলের ইশতেহারকে ‘জনগণের দলিল’ বলে অভিহিত করেছেন। তাঁর কথায়, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ এবং ডিজিটাল ইন্ডাস্ট্রিতে চাকরি তৈরি করা হবে। তিনি জানিয়েছেন, ইশতেহারে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। রাজ্যের (Meghalaya) শহর ও গ্রামীণ উভয় বিভাগে পর্যটন, কৃষি এবং ডিজিটাল ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছে।

‘CNBC-TV18’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে দল তৃণমূল স্তরে বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে রাজ্যের ক্রীড়াক্ষেত্রের দিকে নজর দেবে। রিপোর্ট অনুযায়ী, এনপিপি ইশতেহারে প্রতিটি গ্রামে সরকারি পরিষেবা প্রদানের জন্য ১ হাজারটি Chief Minister’s Facilitation Centers স্থাপনের কথা জানিয়েছে। পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ভিলেজ কমিউনিটি ফেসিলেটরদের একটি দল নিয়োগ করা হবে। শুধুমাত্র এই পরিষেবা হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে এবং গ্যারান্টি দেবে যে মেঘালয়ের সবচেয়ে দূরবর্তী গ্রামের পরিবারগুলিও সরকারি পরিষেবাগুলিতে অ্যাক্সেস পাবে। এই ক্যাডাররা হবে সরকারের সঙ্গে নাগরিকদের যোগাযোগের একক বিন্দু।

একইসঙ্গে জানানো হয়েছে, ১৩ হাজার কৃষক Mission Lakadong থেকে সরাসরি উপকৃত হয়েছে এবং এটি রাজ্যের কৃষকদের সমর্থন অব্যাহত রাখবে তার ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলির দরুন। শাসক দল দাবি করেছে, বিগত পাঁচ বছরে গ্রামীণ এলাকায় বেশি রাস্তা নির্মিত হয়েছে। যা আগের সরকার করে উঠতে পারেনি। পাশাপাশি Chief Minister’s Affordable Drug Centers জনগণকে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করার পরিকল্পনাও করেছে। এক কথায় ফের ক্ষমতায় আসতে অন্যদের না পারাগুলোকে জনসাধারণের সামনে তুলে ধরে, নয়া প্রতিশ্রুতি দিচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি তথা NPP।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version