।। প্রথম কলকাতা।।
Meghalaya Assembly Election : নির্বাচন কমিশন মেঘালয়, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। যদিও মেঘালয়ের বিধানসভা নির্বাচন (Meghalaya Assembly Election ) হবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে । তবে এখন থেকেই সেখানে নির্বাচনী বিধি চালু হয়ে গিয়েছে । এসে পৌঁছেছে সশস্ত্র কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্সেস ( CRPF) । যদিও প্রথম দফায় ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা এসেছেন সেই রাজ্যে। ত্রিপুরার ভোট পর্ব মিটলে বাকিরা এসে উপস্থিত হবেন।
মেঘালয়ের মুখ্য নির্বাচন আধিকারিক এফআর খারকোংগর ( FR Kharkongor) শুক্রবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, রাজ্যে ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জাওয়ারা এসে গিয়েছেন। যদিও মেঘালয়ের বিধানসভা নির্বাচনে ১২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে বলে জানা গিয়েছিল । কিন্তু মেঘালয়ের আগে ত্রিপুরাতে নির্বাচন রয়েছে । তাই সেখানকার নির্বাচন পর্ব মিটলে তবেই বাকি ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মেঘালয়ের মাটিতে এসে উপস্থিত হবে। ২৭ ফেব্রুয়ারি একদিকে যেমন মেঘালয় রাজ্যের বিধানসভা নির্বাচন, তেমনই ওই একই দিনে নির্বাচন হতে চলেছে নাগাল্যান্ড রাজ্যেও।
উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারির মধ্যে তিন রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর ২ মার্চ ফলাফল ঘোষণা করা হবে। মোটামুটি মার্চ মাসের ৫ তারিখের মধ্যে সম্পূর্ণ বিধানসভা ভোট পর্ব শেষ হবে উত্তর-পূর্ব ভারতের ওই তিন রাজ্যে। কিন্তু মেঘালয়ে বর্তমানে ক্ষমতায় থাকা কোনরাড সাংমার সরকার ১৫ মার্চ পর্যন্ত ক্ষমতায় থাকবে। কারণ রাজ্য শাসনে তাদের মেয়াদ ওই দিন পর্যন্ত। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি এবং এনপিপি জোট সঙ্গী হয়েছিল ঠিক কথা। তবে এবার আর জোটে বিশ্বাস রাখেনি বিজেপি। তাঁরা মেঘালয় রাজ্যে এককভাবে লড়াই করবে বলে জানিয়েছে। একই সঙ্গে ৬০ আসনের বিশিষ্ট মেঘালয় বিধানসভার প্রত্যেকটি আসনেই প্রার্থী ঘোষণা করছে বিজেপি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম