Mukul Sangma: কংগ্রেস থেকে তৃণমূলে যোগ, মেঘালয়ের দু’টি কেন্দ্র থেকে লড়বেন মুকুল সাংমা

।। প্রথম কলকাতা ।।

Mukul Sangma: নজরে এখন তিন রাজ্যের বিধানসভা ভোট। ইতিমধ্যে তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির অন্দরে। ভোটে জেতার কৌশল তৈরিতে দফায় দফায় বৈঠকে বসছে দলগুলি। মেঘালয় (Meghalaya) বিধানসভা ভোটে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। যেখানে জায়গা হয়েছে পরিষদীয় দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার (Mukul Sangma)। ২০১৮-র বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন মুকুল সাংমা। পরে ২০২১-এর অক্টোবরে তৃণমূলে যোগ দেন তিনি। তাঁর নেতৃত্বে মোট ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন। যদিও তাঁদের মধ্যে কিছু জন আবার দল ছেড়েওছেন।

কিন্তু কীভাবে এই রাজনীতিতে যোগ দেন মুকুল সাংমা?

বর্তমানে মেঘালয় বিধানসভায় বিরোধী দলের নেতা ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৯০-এ ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স থেকে মেডিসিনে স্নাতক হন। এটা দেখে অনেকেরই মনে হতে পারে সেখান থেকে রাজনীতিতে আশা হল তাহলে কীভাবে? ১৯৯৩-তে সাংমা Ampatigiri থেকে মেঘালয় বিধানসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর মেঘালয় পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ১৯৯৮, ২০০৩, ২০০৮, ২০১৩, ২০১৮ সালে মেঘালয় বিধানসভায় পুনঃনির্বাচিত হন। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত মেঘালয় সরকারের সংসদীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কী কী কাজ করেছেন?

দায়িত্বে থাকাকালীন ২০১৫-তে মেঘালয় স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেন সাংমা। যা দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলিকে স্বাস্থ্য কভারেজ প্রদানের একটি প্রকল্প। সেই সঙ্গে ১৮ বছরের বেশি বয়সী অনাথ মেয়েদের জন্য বিশেষ বিবাহ সহায়তা প্রকল্প সহ একাধিক সামাজিক সহায়তা কর্মসূচি চালু করেছেন তিনি। ২০১৭-তে লাইফ প্রোগ্রাম চালু করেন। পাশাপাশি মেঘালয় রাজ্যের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ শিলং গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তিও স্থাপন করেছেন।

কেন কংগ্রেস ছাড়লেন?

এমনিতে রাজনীতিতে একদল ছেড়ে আরেক দলে গিয়ে থাকেন নেতা-মন্ত্রীরা। সেরকমই ত্রিপুরার পুরভোটের আগে ঘাসফুল শিবিরে যোগ দেন মুকুল সাংমা। কিন্তু হঠাৎ কেন শিবির বদল করেন তিনি? প্রশ্ন উঠেছিল। উত্তরে জানিয়েছিলেন, অন্যতম কারণ হল কংগ্রেসের (Congress) ব্যর্থতা। ২০১৮-র বিধানসভা নির্বাচনে তিনি নিশ্চিত ছিলেন সরকার গড়বে হাত শিবিরই। কিন্তু তা হয়নি। উল্টে শিবিরের অন্দরে ফাটল ক্রমশ বাড়ছিল। তারপরেই হাত শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে (Trinamool Congress) যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের নজর রয়েছে মেঘালয়ে। বাংলার বাইরে একমাত্র এখান থেকেই লোকসভা ভোটে জয়ী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল। দেখার এই নির্বাচনে কাকে বেছে নেয় আমজনতা। সোঙ্গসক আসনের গত দু’বারের বিধায়ক সাংমা পুরনো কেন্দ্রের পাশাপাশি পূর্ব-গারো পাহাড়ের টিকরিকিল্লা থেকেও লড়বেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version