WhatsApp Update: হোয়াটসঅ্যাপের নয়া আপডেটে আসছে মেগা ফিচার! জানলে খুশিতে পাগল হয়ে যাবেন

।। প্রথম কলকাতা ।।

WhatsApp Update: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে বড়সড় আপডেট। যার ফলে আপনি বিশাল উপকৃত হতে পারেন। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আছে অথচ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ হয়ত নেই। গোটা বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের (WhatsApp) জনপ্রিয়তা তুঙ্গে। ব্যবসায়িক কাজ থেকে শুরু করে আর্থিক লেনদেন, সবকিছুই এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনায়াসেই করা যায়। হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া জীবন যেন গতিহীন। এই অ্যাপ আছে বলেই মুহূর্তের মধ্যে গ্রুপ কল কিংবা গ্রুপ মেসেজের মধ্যে খুব দ্রুত কাজের পরিকল্পনা করা যায়। জনপ্রিয়তা আর ইউজারদের চাহিদা বুঝে হোয়াটসঅ্যাপ বারংবার নানা আপডেট করেছে। ব্যবহারকারীদের সুবিধার্থে এই নতুন নতুন আপডেটের কারণে হোয়াটসঅ্যাপ আরো বেশি করে মানুষের মন জয় করে নিয়েছে।

এই মেসেজিং অ্যাপটিতে নতুন করে আবার কিছু আপডেট আসতে চলেছে। নতুন বছরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে দারুণ উপহার। এমন কিছু মেগা ফিচার আসতে চলেছে যা পেলে আপনার কাজ আরো সহজ হয়ে উঠবে। সেই বিষয়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। এক নজরে দেখে নিন হোয়াটস অ্যাপে ঠিক কি কি পরিবর্তন আসতে পারে।

(১) এতদিন হোয়াটসঅ্যাপের কমিউনিটি অ্যানাউন্স গ্রুপে মেসেজের রিঅ্যাকশন দেওয়া যেতে পারত না। তবে এবার আইওএস ইউজারেরা গ্রুপে মেসেজের রিঅ্যাকশন দিতে পারবেন। যদিও এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

(২) হোয়াটসঅ্যাপে মেসেজ করার ক্ষেত্রে নতুন এডিট অপশন পেতে পারেন। নতুন টেক্সট এডিটর (Text editor) এবং স্কেচিং টুল ডিজাইনের কথা ভাবছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে আপনি খুব দ্রুত লেখা আর ছবি এডিট করতে পারবেন। এছাড়াও ফন্ট স্টাইল চেঞ্জ করা যাবে। পাশাপাশি সুবিধা পাবেন, টেক্সটের ব্যাকগ্রাউন্ড রং এবং টেক্সট অ্যালাইনমেন্টের।

(৩) হোয়াটসঅ্যাপে এতদিন মেসেজের ফ্রন্ট পরিবর্তন করা যেত না। এবার হয়তো সেই সুযোগ পেতে পারেন। নতুন টেক্সট এডিটর ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন ফ্রন্টে লিখতে পারবেন। সেই লেখা আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন ছবি, ভিডিও কিংবা জিআইএফ ফাইলের উপর। যে ফ্রন্টগুলি অ্যাড করা হবে সেই তালিকায় রয়েছে Damion, Courier Prime, Calistoga, Exo2 প্রভৃতি।

(৪) গ্রুপ সাবজেক্ট কিংবা ডেসক্রিপশনের ক্ষেত্রে খুব বড় লেখা যেত না। হয়ত নতুন আপডেটের মাধ্যমে আপনি সেই প্রতিবন্ধকতা পার করতে পারেন অর্থাৎ আর থাকবে না শব্দ সংখ্যা সীমা। এতদিন ইউজারকে ২৫ টি শব্দে গ্রুপ নেম সিলেক্ট করতে হত। এবার ১০০টি শব্দের নাম দেওয়ার সুযোগ পাবেন। ইতিমধ্যেই যারা অ্যান্ড্রয়েড বিটা ব্যবহার করছেন তাদের কাছে এই আপডেটটি চলে এসেছে।

(৫) বহু ব্যবহারকারীর অভিযোগ ছিল, হোয়াটসঅ্যাপে বারংবার ছবি শেয়ার করলে কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এবার হয়তো আর তা হবে না। ইচ্ছা করলেই হাই কোয়ালিটি ছবি অনায়াসে বন্ধুকে পাঠাতে পারবেন। নতুন আপডেট চলে এলে আপনি অরিজিনাল কোয়ালিটি ছবি সহজেই আদান-প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে পছন্দ মতো কোয়ালিটি বেছে নেওয়ার অপশন থাকবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version