Friend management: পুরনো বন্ধুর সঙ্গে আচমকা দেখা! তখন কেমন হবে আপনার আচরণ?

।। প্রথম কলকাতা ।।

Friend management: মানুষের জীবনে বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ। অনেকের সঙ্গে বন্ধুত্ব জীবনের একটা বড় অংশ জুড়ে বজায় থাকে। আবার অনেক গভীর সম্পর্ক সময়ের ব্যবধানে হয়তো ফিকে হয়ে যায়। নানা কারণে প্রিয় বন্ধুর সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়। বছরের পর বছর দেখা সাক্ষাত বন্ধ থাকে। কিন্তু অনেক বছর পর যদি সেই বন্ধু (Friend) হঠাৎ করেই আপনাকে ফোন করে বা আপনার সঙ্গে দেখা করতে চায় তাহলে কী করবেন? তার সঙ্গে দেখা হলে কেমন হবে আপনার আচরণ? জানুন এই সম্পর্কীয় কিছু কথা।

এক্ষেত্রে খুব বেশি প্রত্যাশা (Expectation) না থাকাই ভালো।পুরনো কোনো প্রিয় বন্ধুর চেয়ে নতুন কারও সঙ্গে দেখা করা সহজ। কারণ দীর্ঘদিন আপনি তার সংস্পর্শে ছিলেন না। সুতরাং আপনি সহানুভূতি নাও পেতে পারেন।

সেই বন্ধুর সঙ্গে গভীর কোনো আলাপের আগে কিছু স্মৃতিচারণ করুন।দুজনের মধ্যে পরিস্থিতি সহজ করতে পরষ্পরকে প্রশ্ন করুন। বন্ধুর পরিবার (Family), কাজ, জীবন নিয়ে আগ্রহ প্রকাশ করুন। নিজের কথাও তাকে জানান। যদি পারস্পরিক আগ্রহ থাকে তবে ভবিষ্যতে এমনভাবে আবারও দেখা করার প্রতিশ্রুতি দিন।

দুজনের মধ্যে পরিস্থিতি সহজ করতে পরস্পরকে প্রশ্ন করুন। কাজ, জীবন নিয়ে আগ্রহ প্রকাশ করুন। পরিবারের অন্যান্যরা কেমন আছে খোঁজ নিন।

কি কারণে সম্পর্কে দূরত্ব (Distance) তৈরি হয়েছে তা নিয়ে কথা বলুন। দোষারোপ না করে বিষয়টি সমাধানের চেষ্টা করুন। সেই সময় দু পক্ষের কাছেই তা কাঙ্খিত ছিল না বলুন। একবার সেই পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলে, মন খুলে হাসাহাসি করলে দেখবেনে আবারও তার সঙ্গে যোগাযোগ ততটা চ্যালেঞ্জিং হবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version