Navy Chopper: মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ! তিন ক্রু সদস্যকে নিয়ে মুম্বাই উপকূলে জরুরি অবতরণ নৌবাহিনীর চপারের

।। প্রথম কলকাতা ।।

Navy Chopper: বুধবার মুম্বাই উপকূলে জরুরি অবতরণ করেছে ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার। অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) রুটিন যাত্রায় যাওয়ার সময় এই ঘটনা ঘটে। সেই মুহূ্র্তে হেলিকপ্টারে তিন জন বিমানকর্মী উপস্থিত ছিলেন বলে জানা যায়। ঘটনার পর দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ‘ধ্রুব’ হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণেই জরুরি অবতরণ করানো হয়। মুম্বাই উপকূলে আরব সাগরের জলেই অবতরণ করে হেলিকপ্টারটি। কেন এমন ঘটনা ঘটল? নৌসেনার পক্ষ থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় নৌবাহিনী তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, “ভারতীয় নৌবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) মুম্বাই থেকে একটি রুটিন যাত্রার সময় উপকূলের কাছাকাছি খাদে পড়ে যায়। তাৎক্ষণিক অনুসন্ধান এবং নৌ টহল ক্রাফট তিনজন ক্রুকে নিরাপদে পুনরুদ্ধার করে।”

এএলএইচ ধ্রুব হল একটি টুইন ইঞ্জিন, মাল্টি-রোল, মাল্টি-মিশন নিউ জেনারেশন হেলিকপ্টার। যা ৫.৫ টন ওজনের ক্লাসে রয়েছে। এবং সেন্টার ফর মিলিটারি এয়ারওয়ার্থিনেস সার্টিফিকেশন (CEMILAC) দ্বারা সামরিক অপারেশনের জন্য তৈরি করা হয়েছে। শত্রুর বিমান হামলা ঠেকাতে, যে কোনও হামলা ঠেকানো-সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ এই কপ্টার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version