Measles and Rubella Vaccine: কলকাতা থেকে শহর, স্কুলগুলিতে শুরু হল হাম ও রুবেলার টিকাকরণ

।। প্রথম কলকাতা ।।

Measles and Rubella Vaccine: প্রতিবছর শীত পড়তে না পড়তেই হাম হতে দেখা যায়। এই সময় এটি আরও বেশি সংক্রমণ বাড়াতে থাকে। বর্তমানে যেহেতু করোনার প্রকোপ রয়েছে তাই কোন রকম রিস্ক নিতে চাইছে না রাজ্য স্বাস্থ্য ভবন। জানুয়ারির ৯ তারিখ অর্থাৎ সোমবার থেকেই হাম ও রুবেলার (Measles and Rubella) টিকাকরণের ওপর জোর দিয়েছে স্বাস্থ্য ভবন। আজ থেকে শহর কলকাতা এবং বিভিন্ন জেলার স্কুলগুলিতে পড়ুয়াদের হাম ও রুবেলার টিকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, ৯ জানুয়ারি থেকে এই টিকাকরণ প্রক্রিয়া (Vaccination) শুরু হয়েছে। সেটি চলবে আগামী মাসের ১১ তারিখ পর্যন্ত। সদ্যোজাত থেকে শুরু করে ১৫ বছর বয়সী পড়ুয়ারা এই টিকা নিতে পারবে। যাতে খুব সহজে বাচ্চাদের টিকাকরণ নিশ্চিত করা যায় তার জন্য স্কুল গুলিতে এই টিকাকরণ শুরু হয়েছে। এছাড়াও কোন বাচ্চাই যাতে টিকাকরণ থেকে বাদ না পড়ে যায়, এমনই কড়া নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য ভবন। স্কুলগুলিকে (School) হাম ও রুবেলা নিয়ে সচেতনতামূলক প্রচার চালাতে বলা হয়েছে। এছাড়াও হাম এবং রুবেলা টিকাকরণ কেন বাচ্চাদের জন্য জরুরি, এই সংক্রান্ত প্রচার করবেন আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা।

হাম ও রুবেলার অন্যতম উপসর্গগুলি (Symptoms) হল প্রথম পর্যায়ে জ্বর সর্দি কাশি হাঁচি এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে প্রচণ্ড ব্যথা। তারপর ধীরে ধীরে শরীর জুড়ে লালচে র‍্যাশ বেরোতে শুরু করে। এছাড়াও অনেকের ক্ষেত্রে এই র‍্যাশ বড় আকার ধারণ করে। চোখ লাল হয়ে যায়। চোখের পাতা ফুলে যায় এবং চোখ থেকে অনবরত জল পড়তে থাকে। গলা বসে যায়, মুখের ভেতরেও দানা দানা দেখতে পাওয়া যায়। দুই তিন দিন মত এই উপসর্গগুলি থাকে শিশুদের শরীরে। তাই এই বছরের শীতে হাম এবং রুবেলার বাড়াবাড়ির আগেই টিকাকরণ সেরে নিতে চাইছে স্বাস্থ্য ভবন।

একইসঙ্গে বিশেষজ্ঞদের তরফ থেকে জানানো হয়েছে, বাচ্চাদের জন্য হাম ও রুবেলার টিকা একেবারেই নিরাপদ। সম্প্রতি বিহার, গুজরাট, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, কেরল এই সমস্ত জায়গায় হাম দ্রুতগতিতে ছড়াচ্ছে। তাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শিশুদের হাম ও রুবেলা টিকাকরণে একটি বাড়তি ডোজ দেওয়ার কথা জানিয়েছে। সাধারণত হাম ও রুবেলা টিকার প্রথম ডোজ শিশুরা নিয়ে থাকে ৯ থেকে ১২ মাস বয়সে। দ্বিতীয়টি নেয় ১৬ থেকে ২৪ মাস বয়সে। এবার আরও একটি ডোজ নিয়ে বিচার বিবেচনার কথা বলা হয়েছে রাজ্যগুলিকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version