Vande Bharat Express Inauguration: মাতৃবিয়োগে কর্ম বিরতি নয়! বন্দে ভারত উদ্বোধনে ভার্চুয়ালি উপস্থিতি মোদীর

 

।। প্রথম কলকাতা।।

Vande Bharat Express Inauguration: শুক্রবার সকালেই ট্যুইটের মাধ্যমে নিজের শতায়ু মায়ের প্রাণের কথা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi) । মায়ের মৃত্যুর খবর পেয়েই দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। আজ অর্থাৎ ৩০ ডিসেম্বর হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রুটের বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে (Vande Bharat Express Inauguration) প্রধানমন্ত্রীর বাংলায় আসার কথা ছিল । কিন্তু তাঁর কর্মসূচি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও বর্তমানে প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতার সমস্ত কর্মসূচি নির্দিষ্ট সময়েই হবে।

যদিও আজ প্রধানমন্ত্রীর বাংলা সফর বাতিল হয়েছে কিন্তু ভার্চুয়ালি তিনি উদ্বোধন করবেন বন্দে ভারত এক্সপ্রেস। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ প্রধানমন্ত্রীর বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে উদ্বোধন করার কথা ছিল। এছাড়াও হাওড়ার অনুষ্ঠানের পরে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট এর একটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গিয়েছিল। তবে সেই কর্মসূচিতে কিছু বদল আনা হয়েছে। এবার সেই অনুষ্ঠানগুলিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিতি লক্ষ্য করা যাবে প্রধানমন্ত্রীর। একই সঙ্গে জানা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ( Ashwini Vaishnav)।

এছাড়াও শুক্রবার কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর মাতৃ বিয়োগের খবর প্রকাশ্যে আসার পর সেই বৈঠক নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও পূর্ব নির্ধারিত প্রত্যেকটি কর্মসূচিতেই ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর দফতর। ইতিমধ্যেই আমেদাবাদের গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন করা হয়। আমেদাবাদ পৌছানোর পরেই মায়ের শবদেহ নিয়ে নরেন্দ্র মোদী সহ তাঁর ভাইদের বাড়ির বাইরে বের হতে দেখা যায়। এছাড়াও পাশাপাশি ছিলেন পরিবার পরিজন আত্মীয়-স্বজনেরা। হীরাবেনের শবদেহ যে গাড়িতে তোলা হয় সেই গাড়িতেই ছিলেন খোদ প্রধানমন্ত্রী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version