Train wedding: চলন্ত ট্রেনে বিয়ে, দম্পতির কাণ্ড দেখলে থতমত খাবেন! দেখুন ভিডিও

।। প্রথম কলকাতা ।।

Train wedding: দুরন্ত গতিতে ছুটে চলেছে লোকাল ট্রেন। রয়েছেন প্রচুর যাত্রী, তবে কেউ সিটে বসে নেই। সবাই এক জায়গায় জড়ো হয়েছেন। একে অপরের গায়ে হুমড়ি খেয়ে দেখতে ব্যস্ত একটাই দৃশ্য। কেউ খুশিতে উল্লাস করছেন, আবার কেউ বা সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। হঠাৎই ট্রেনের মধ্যে আয়োজন করা হয়েছে বিয়ের। বিয়ে করছেন এক যুগল। লোকাল ট্রেনে সচরাচর এমন দৃশ্য বিরল বললে খুব একটা ভুল হবে না। হয়তো আপনিও আগে দেখেননি। তাই দ্রুত যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। কিন্তু প্রশ্নটা হল, হঠাৎ ট্রেনের মধ্যেই বিয়ে কেন? আর এমন আজব ঘটনা কোথায় ঘটেছে?

আজও বেশিরভাগ বিয়েই অ্যারেঞ্জড ম্যারেজে হয়ে থাকে, অর্থাৎ পরিবারের ইচ্ছানুযায়ী বিয়ে হয়। যদিও এখন দেশে প্রচুর প্রেমের বিয়ে হচ্ছে, যাতে পরিবারের সদস্যদের সম্মতিও জড়িত, তবে অনেক সময় এমনও হয় যে মেয়ে বা ছেলে যাকে পছন্দ করে তাকে পরিবারের সদস্যরা পছন্দ করেন না। বিয়েতে দেখা দেয় হাজারো বাধা। এমন পরিস্থিতির সৃষ্টি হলে অনেক সময় দম্পতিরা পালিয়ে বিয়েও করেন। বর্তমানে এমনই একটি বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছে, যেখানে এক দম্পতিকে চলন্ত ট্রেনে একে অপরকে বিয়ে করতে দেখা যাচ্ছে এবং তাদের দেখতে ভিড় জমেছে ট্রেনে।

ভাইরাল ভিডিওটিতে দেখতে পাওয়া যায়, চলন্ত ট্রেনে মেয়েটিকে সিঁদুর পরিয়ে দেয় যুবক। আলিঙ্গন করেন নব বিবাহিত স্ত্রীকে। গলায় মঙ্গলসূত্রও পরিয়ে দেয় এবং তারপর দুজনকেই একে অপরের গলায় মালা পরাতে দেখা যায়। এটি করার পরে মেয়েটি আবার তাকে জড়িয়ে ধরে। ট্রেনে উপস্থিত অনেকেই এই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করেছেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বলা হচ্ছে, আসানসোল থেকে জাসিডিহ রুটের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে max_sudama_1999 নামের আইডি থেকে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে লেখা, ‘চলন্ত ট্রেনে বিয়ে। ভালো হয়েছে, ব্রাভো’। ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন ১ লাখ ৫০ হাজারের কাছে মানুষ, লাইক করেছেন ৩ হাজারের বেশি মানুষ।

একই সঙ্গে ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও দিয়েছেন। কেউ লিখেছেন যে ‘আমাদের ভারতের জনসাধারণ এই সব করতে এগিয়ে আছে’, আবার কেউ বলছে ‘ছাড়ো না, এখন আমাদের সমর্থন করো’। একইভাবে, মন্তব্য করার সময়, একজন ব্যবহারকারী এই বিয়েকে প্রেমের বিয়ে নয় বরং ‘ট্রেন ম্যারেজ’ বলেছেন, অন্যদিকে অন্য ব্যবহারকারী লিখেছেন যে ‘এটি কেবল ভারতেই হয়’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version