Indian Navy Recruitment: বহু শূন্য পদ ভারতীয় নৌবাহিনীতে, জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য

।। প্রথম কলকাতা ।।

Indian Navy Recruitment: ভারতীয় নৌবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান নেভির তরফ থেকে বর্তমানে একাধিক শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । বিভিন্ন ট্রেডের আওতায় ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Apprentice) নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। যেহেতু সারা ভারতের আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন তাই পশ্চিমবঙ্গের অন্তর্গত চাকরি প্রার্থীরাও এই সুযোগ পাবেন। বাছাই করা ট্রেড অ্যাপ্রেন্টিসদের প্রশিক্ষণ চলাকালীন তাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে ।

পদ: ট্রেড অ্যাপ্রেন্টিস

বয়স সীমা : আবেদনকারীর জন্ম তারিখ ২ মে ২০০৯ এর মধ্যে হতে হবে। তবে এসসি এবং এসটি ও ওবিসি আবেদনকারীদের জন্য ৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন বা স্টাইপেন্ড : কেন্দ্র সরকারের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী আবেদনকারীদেরকে প্রত্যেক মাসে নির্দিষ্ট হারে এই স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে দেশের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে। আর নির্দিষ্ট ট্রেডে আইটিআই পাস করতে হবে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর নিয়ে।

মোট শূন্যপদ : ২৭৫

যে ট্রেড গুলিতে নিয়োগ হবে : আগ্রহী আবেদনকারীদেরকে ইলেকট্রনিক মেকানিক, ফিটার, সিট মেটাল, ওয়ার্কার ,কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্রভৃতি ট্রেডে নিয়োগ করা হবে।।

নিয়োগ প্রক্রিয়া : আবেদনকারীদের নির্দিষ্ট ট্রেড অনুযায়ী লিখিত পরীক্ষা দিতে হবে। পাশাপাশি ট্রেড টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি :

The Office Incharge, Naval Dockyard Apprentice School, VM Naval Bose S.O, P.O- Visakhapatnam

আবেদনের শেষ তারিখ : ০২.০১.২০২৩

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version