New Year 2023: নতুন বছরে বদলে যাচ্ছে একাধিক নিয়ম! না জানলে মুশকিলে পড়বেন

।। প্রথম কলকাতা ।।

New Year 2023: পিছনে পড়ে থাকবে ২০২২ এর ভালো লাগা, খারাপ লাগা সময় আর অনুভূতিগুলি। সামনে নতুন বছর। ২০২৩ কে কেন্দ্র করে গড়ে উঠবে নানান স্বপ্ন। শুরু হবে নতুন পথ চলা। তবে এই নতুন বছরে (New Year) রয়েছে কিছু নতুন নিয়ম (New Rule), যা অবশ্যই জানা দরকার। এই নিয়মগুলি না জানলে পরবর্তীকালে বেশ অসুবিধায় পড়তে পারেন। আপনার জন্য রইল নতুন বছরের বীমা প্রকল্প, ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট, ন্যাশনাল পেনশন সিস্টেম, অনলাইন লেনদেন সম্পর্কিত নানান নতুন নিয়ম।

(১) ন্যাশনাল পেনশন সিস্টেমে বীমা সেলফ ডিক্লারেশন দিয়ে যে গচ্ছিত আমানতের আংশিক অংশ তুলে নেওয়ার সুবিধা পাওয়া যেত, সেটি আর পাবেন না। সরকারি চাকরিজীবী গ্রাহকরা এই নতুন নিয়মে একটু অসুবিধায় পড়বেন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি গচ্ছিত আমানতের আংশিক অংশ তুলে নেওয়ার এই সুবিধা আর দেবে না। যদিও বেসরকারি ক্ষেত্রে কর্মীরা এই সুবিধা পাবেন। মূলত করোনা (Corona) মহামারীর কারণে ২০২১ সালে এনপিএস অ্যাকাউন্ট থেকে এই গচ্ছিত আমানতের আংশিক তোলার ব্যবস্থা চালু করা হয়েছিল। সরকারি কর্মীরা সেই সুবিধা নতুন বছর থেকে আর পাবেন না।

(২) এসবিআই ক্রেডিট কার্ডের (SBI credit card) ক্ষেত্রে আছে ব্যাপক বদল। পেতে পারেন প্রায় ১০ গুণ বেশি রিওয়ার্ড পয়েন্ট (Reward Point)। এসবিআই কার্ডস অ্যামাজন.ইন ওয়েবসাইটে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে প্রায় ১০ গুণ রিওয়ার্ড পয়েন্টে দেবে। এছাড়াও ১০ গুণ রিওয়ার্ড পয়েন্ট পাবেন লেন্সকার্ট, ক্লিয়ারট্রিপ, অ্যাপোলো ২৪×৭, বুকমাইশো, নেটমেডস এবং ইজি ডাইনার প্ল্যাটফর্মে কেনাকাটার ক্ষেত্রে। ৫ গুণ রিওয়ার্ড পয়েন্ট পাবেন সিম্পলি ক্লিক ব্যবহারের ক্ষেত্রে।

(৩) এসবিআই এর মতই বিশেষ সুবিধা পেতে চলেছেন এইচডিএফসি ব্যাঙ্কে (HDFC Bank)। ২০২৩ এর ১ জানুয়ারি থেকে এই ব্যাঙ্কের রিওয়ার্ড পয়েন্ট আর ক্রেডিট কার্ড চার্জে বদল আসছে। এইচডিএফসি ব্যাঙ্ক কিছু কিছু ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্টের সীমা বেঁধে দিয়েছে। সেই তালিকায় রয়েছে ফ্লাইট, হোটেল বুকিং মুদিখানার পণ্য কেনা প্রভৃতি ক্ষেত্র গুলি। এই ব্যাঙ্কের একজন গ্রাহক প্রতিমাসে খরচ করার জন্য একটি নির্দিষ্ট সংখ্যক রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এটি মূলত এই ব্যাঙ্কের স্মার্টবাই অনলাইন পোর্টালের ক্ষেত্রে প্রযোজ্য। কেউ যদি এই ব্যাঙ্কে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাড়ি ভাড়া দেন তাহলে অতিরিক্ত ১ শতাংশ দিতে হতে পারে, উপরন্তু এর জন্য কোন রিওয়ার্ড পয়েন্ট পাবেন না।

(৪) আপনি যদি নতুন বছরে কোন বীমা প্রকল্প কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে কিন্তু কেওয়াইসি নথি বাধ্যতামূলক। বীমা নিয়ামক ইনসিওরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্টের নিয়ম অনুযায়ী, ক্রেতার কাছ থেকে আগে কেওয়াইসি নথি নেওয়া হবে, তবেই বীমা সংস্থা প্রকল্প বিক্রি করবে। সেই তালিকায় রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ একাধিক কেওয়াইসি নথি। মূলত গ্রাহকদের সঠিক পরিষেবা দিতে এবং জালিয়াতি রুখতে এই নিয়ম নতুন বছর থেকে কার্যকর করা হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version