Mamata Banerjee: ফের ভারতের উত্তর-পূর্বে প্রচারে মমতা, পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: নির্বাচন কমিশনের তরফ থেকে মেঘালয় এবং ত্রিপুরার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়ে গিয়েছে। ত্রিপুরা এবং মেঘালয়ে পৃথক পৃথক দিনে নির্বাচন সম্পন্ন হবে। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন এবং মেঘালয়ে ২৭ ফেব্রুয়ারি বিধানসভা ভোট। ২ মার্চ চলবে ভোট গণনা। এই মতো পরিস্থিতিতে কয়েক দফা ত্রিপুরা এবং মেঘালয় সফর সেরে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে বিধানসভা নির্বাচনের আগে আবারও একবার উত্তর-পূর্ব ভারতে সফরসূচি স্থির হয়েছে মুখ্যমন্ত্রীর।

সূত্রের খবর অনুযায়ী, নির্বাচনী মরশুমে ত্রিপুরায় (Tripura) আগামী ৬ এবং ৭ ফেব্রুয়ারি যেতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি কী কী করবেন সেই সংক্রান্ত একটি কর্মসূচি নির্দিষ্ট করা হয়েছে। ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় আসছেন ফেব্রুয়ারি ৬ এবং ৭ তারিখে । তিনি ৬ তারিখ ত্রিপুরেশ্বরী মন্দিরের পুজো দেবেন আর ৭ তারিখ আগরতলার পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

আগামী ৭ ফেব্রুয়ারি আগরতলার রবীন্দ্র ভবন থেকে তৃণমূল কংগ্রেসের একটি পদযাত্রা শুরু করা হবে। আর সেই পথযাত্রা শেষে জনসভার আয়োজন করা হয়েছে । ওই জনসভাতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তৃতা রাখবেন। অন্যদিকে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারির একেবারে প্রথম দিকে অর্থাৎ ২ বা ৩ তারিখে ত্রিপুরায় আসতে পারেন। সেখানে তিনি সোনামুড়া ও ধর্মনগরে জনসভা করবেন । কাজেই এ কথা স্পষ্ট যে, ত্রিপুরা এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় তৃণমূল তাঁর প্রচার চালাচ্ছে। এক ঝাঁক তারকাও সেই সঙ্গে ত্রিপুরায় তৃণমূলের প্রচারে উপস্থিত থাকবেন এমনটাই জানা গেছে।

তথ্যসূত্র : নিউজ ১৮ বাংলা

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version