Mamata Banerjee: বিতরণের শীতবস্ত্র কোথায়? হিঙ্গলগঞ্জে মাঝপথে সভা থামালেন মুখ্যমন্ত্রী

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানেই আয়োজন করা হয়েছে একটি সভার। কিন্তু সেই সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ছন্দপতন। বেজায় ক্ষুব্ধ হলেন মুখ্যমন্ত্রী। সরকারের তরফ থেকে এই সভায় শীত বস্ত্র বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বিতরণের শীতবস্ত্র মঞ্চে দেখতে না পেয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন জেলা শাসক।

এরপরই তিনি মঞ্চে তলব করেন বিডিওকে। সূত্রের খবর অনুযায়ী, হিঙ্গলগঞ্জের এই সভায় পাঁচ হাজার কম্বল, পাঁচ হাজার চাদর এবং পাঁচ হাজার সোয়েটার বিতরণ করার কথা ছিল। কিন্তু সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সেগুলি এসেই হাজির হয়নি। পরবর্তীতে তাকে জানানো হয় বিডিও অফিসে সেই শীতবস্ত্রগুলি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যত দ্রুত সম্ভব সেই শীত বস্ত্র সভাস্থলে নিয়ে আসার নির্দেশ দেন। একই সঙ্গে নিজের বক্তব্য থামিয়ে তলব করেন বিডিওকে।

সভা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘আমি আসব বলে শীতবস্ত্র কিনেছি। যতক্ষণ না শীতবস্ত্র আসছে আপনারাও বসুন, আমিও বসলাম’। এই বলে নিজের বক্তব্য থামিয়ে মঞ্চে বসে অপেক্ষা শুরু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর কিছুক্ষণের মধ্যেই শীত বস্ত্রগুলি এসে পৌঁছায় সভাস্থলে। সেখান থেকে কিছু শীতবস্ত্র জনসাধারণের হাতেও তুলে দেন মুখ্যমন্ত্রী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version