।। প্রথম কলকাতা।।
Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের আগে তিনি যেন কল্পতরু। রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের জন্য মাসিক দেড় হাজার টাকা দেওয়ার সরকারি প্রতিশ্রুতির ঘোষণা৷ রাজনৈতিক মহলের একাংশ যাঁকে মমতার মাস্টার স্ট্রোক বলে মনে করছে । সঙ্গে বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিতে দেখা যায় তাঁকে। রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চা শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেন তিনি।
তিনি এদিন মঞ্চ থেকে বলেন , ৪৩ হাজার বাড়িতে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিয়েছি। ১ লক্ষ ২০ হাজার বাড়িতে জল পৌঁছে যাবে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে। কেন্দ্রীয় সরকার শুধু বিজ্ঞাপন দেয়। কিন্তু জমি কে দেয় ? বিদ্যুৎ কে দেয় ? ক্রপ বিমা যেসব কৃষকদের করা আছে। তাঁরাও টাকা পাবেন। তিনি এর সাথে যোগ দিয়ে বলেন, ১২ ডিসেম্বরের মধ্যে খরিপ চাষের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।
পাশাপাশি এদিন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে । তিনি বলেন, ‘আমি দিল্লি যাচ্ছি। গরিব মানুষের টাকা দিতে হবে। না হলে গদি ছাড়তে হবে। আমাদের বহু টাকা বাংলার পাওনা রয়েছে। এই টাকা দিতে হবে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলাম। আশা করি তিনি সময় দেবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম