DA Hike in West Bengal: রাজ্য সরকারি কর্মচারীদের খুশির খবর, মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মমতা

।। প্রথম কলকাতা।।

DA Hike in West Bengal: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। মহার্ঘভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ জানুয়ারি থেকেই বর্ধিত হারে মিলবে । পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে খ্রিস্টমাস উৎসবের সূচনার মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ডিএ ঘোষণা করেন। ১৪ লক্ষ সরকারি কর্মচারী সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মী, রাজ্য সরকারি অধীনস্থ সব প্রতিষ্ঠানের কর্মচারী এবং পেনশনভোগীরা এই বর্ধিত ডিএ পাবেন। তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA-র ব্যবধান এখনও রইল ৩৬ শতাংশ। ইতিমধ্যেই তিনটি সংগঠন কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে মামলা করেছে । আপাতত সেই মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে । ৬ শতাংশ হারে এত দিন রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পেতেন। বৃহস্পতিবারের ঘোষণার পর থেকে তাঁরা ডিএ পাবেন ১০ শতাংশ হারে।

আজকের অনুষ্ঠান থেকে ঠিক কী বলেন মুখ্যমন্ত্রী ?

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খ্রিস্টমাস উৎসবের আবহে পরিষেবা প্রদানকারী কর্মচারীদের জন্য একটি ঘোষণা করতে চলেছি। আপনারা শুনলে হয়ত খুশি হবেন যে আমরা প্রতি বছরই কিছু না কিছু করি। ইতিমধ্যেই আমরা ডিএ অ্যানাউন্স করেছিলাম ১২৫ শতাংশ। ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেওয়া হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৬৬৫ টাকা । ১২৫ শতাংশ যখন ছিল, তখন দেওয়া হয়েছিল ১ কোটি ৬৬ লাখ টাকা। চার বছরের মধ্যে আমরা নতুন বেতন কমিশন করেছি। নতুন বেতন কমিশনের আওতায় ২০১৯ সাল থেকে রাজ্য সরকার ছয় শতাংশ ডিএ দিয়েছে। সেজন্য চার বছরে খরচ হয়েছে ৪,১৪৪ কোটি টাকা ।

এদিন মমতাকে বলতে শোনা যায় , কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারি কর্মীদের একাংশ সন্তুষ্ট নন। সম্পূর্ণ DA-র দাবিতে সরব হয়েছেন তাঁরা। এখন দেখার DA মামলা কোন পথে মোড় নেয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version