Makeup Brushes: মেকআপ ব্রাশে টয়েলট সিটের চেয়েও বেশি জীবাণু, কীভাবে পরিষ্কার করবেন?

।। প্রথম কলকাতা ।।

Makeup Brushes: রোজ মেকআপ করছেন, কিন্তু মেকআপ ব্রাশ পরিষ্কার করছেন তো? আপনার মেকআপ ব্রাশ জীবাণুর আঁতুড়ঘর। টয়লেট সিটের থেকেও বেশি জীবাণু থাকে। ভেবে দেখেছেন কখনো? মেকআপ ব্রাশ আপনার মুখের সৌন্দর্য বাড়াবে ঠিকই কিন্তু ত্বকের মারাত্মক ক্ষতি করে দিতে পারে। হতে পারে নানান সমস্যা। যদি সতর্ক না হয়ে থাকেন তাহলে এখনি সতর্ক হন। আর জেনে নিন কীভাবে মেকআপ ব্রাশ জীবাণমুক্ত রাখবেন।

শুধু মেকআপ রিমুভ করলেই হবে না, প্রতিদিন মেকআপ ব্রাশ পরিষ্কারও করতে হবে। কারণ এই ব্রাশেই বাসা বাঁধে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। যার কারণে পরবর্তীকালে ত্বকের নানান সমস্যা দেখা দেয়। সমস্যাগুলোর কথা জানলে অবাক হয়ে হবেন। নোংরা ব্রাশ কিংবা স্পঞ্জ ত্বকের সংস্পর্শে আসা মাত্রই ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। দেখা দিতে পারে ব্রণের সমস্যা। মাসের পর মাস যদি মেকআপ ব্রাশ পরিষ্কার না করেন, ধীরে ধীরে ইরিটেশনের সমস্যা সহ ত্বক ভীষণ সেনসিটিভ হয়ে পড়বে। হারিয়ে যাবে স্বাভাবিক উজ্জ্বলতা। ত্বক দেখতে লাগবে নিষ্প্রাণ। শুধুমাত্র ত্বকের সমস্যাই নয়, যদি মেকআপ ব্রাশ ঠিক মত পরিষ্কার না করেন তাহলে ব্রাশের ব্রিসেলস গুলোতে পুরনো মেকআপ প্রোডাক্ট জমে থাকে। আপনি যখনই নতুন করে মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করতে যাবেন তখন তার সুন্দর হবে না। নিউইয়র্কের একটি গবেষণা বলছে, মেকআপ ব্রাশে টয়লেট সিটের থেকেও বেশি ব্যাকটেরিয়া বাসা বাঁধে। দীর্ঘদিন ধরে নোংরা ব্রাশ ব্যবহার করলে চুলকানি, ফুসকুড়ি, ত্বকে বলি রেখা সহ অ্যালার্জির সমস্যায় ভুগবেন।

যদি দেখেন রুটিন মেনে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করছেন অথচ হেলদি স্কিন পাচ্ছেন না তাহলে একটু সাবধান। নজর দিন মেকআপ ব্রাশের দিকে। কত টাকা খরচ করে শখের ব্রাশ কেনেন, কিন্তু সেই ব্রাশ বেশিদিন টিকবে না। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, সঠিকভাবে পরিষ্কার না করলে মেকআপ ব্রাশ খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই যেভাবে মেকআপ করার পর মেকাআপ রিমুভ করেন, ঠিক তেমনি মেকআপ ব্রাশও পরিষ্কার করা উচিত।

বাজারে মেকআপ ব্রাশ পরিষ্কার করার জন্য বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন। চাইলে ঘরোয়া উপায়ও পরিষ্কার করতে পারেন। একটা পাত্রে একটু শ্যাম্পু আর সামান্য অ্যান্টিসেপটিক লিকুইড ভালো করে মিশিয়ে তাতে ব্রাশ ভিজিয়ে রাখার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়াও অ্যান্টিসেপটিক আর টি ট্রি অয়েল, আর একটু জল দিয়ে ব্রাশ পরিষ্কার করে নিতে পারেন। এই ভাবে অন্তত মাসে একবার ব্রাশ পরিস্কার করে নিন। তবে খুব গরম জলে নয়। এক্ষেত্রে ব্রাশের ব্রিসেলস গুলো নষ্ট হয়ে যেতে পারে। হালকা শ্যাম্পু কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে ব্রাশ পরিস্কার করে নিতে পারেন। ব্রাশ পরিষ্কার করতে হবে আস্তে আস্তে মাসাজ করে। আর যদি স্পঞ্জের ব্রাশ ব্যবহার করেন তাহলে শ্যাম্পুতে ডোবাবেন না। হ্যান্ডওয়াশ দিয়ে পরিষ্কার করতে পারেন। ধোয়ার পরে সুতির কাপড় দিয়ে মুছে শুকিয়ে নেবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version