Homemade Night Cream: ত্বকের পরিচর্যায় তৈরি করুন হোমমেড নাইট ক্রিম, দূর হবে সারাদিনের ক্লান্তি

।। প্রথম কলকাতা।।

Homemade Night Cream: আজকের ইঁদুর দৌড়ে দৌড়াতে গিয়ে মানুষ নিজের জন্য সময় বের করতে ভুলে গিয়েছেন । প্রতিযোগিতার বাজারে নিজের জন্য অল্প কিছু সময় বের করাও যেন ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। শান্তি মতো হাফ ছেড়ে বাঁচার ফুরসত পর্যন্ত মেলে না । আর তারপর সারাদিনের ক্লান্তি এবং পরিশ্রমের ছাপ শরীরের পাশাপাশি স্পষ্ট দেখা যায় মুখে। একেবারে প্রাণহীন নিস্তেজ হয়ে যায় ত্বক । তাই সেই নিস্তেজ ত্বকে কিছুটা প্রাণ সঞ্চার করার জন্য সাধারণত আমরা বেছে নিই বাজার চলতি নাইট ক্রিম। কিন্তু কেমিক্যাল যুক্ত সেই নাইট ক্রিম ব্যবহার করা আর না করা প্রায় একই রকম । কারণ সুফল তেমন কিছুই মেলে না।

যদি সত্যি ত্বককে উজ্জ্বল, সতেজ , প্রাণোচ্ছল রাখতে হয় তবে বাড়িতেই বানিয়ে নিন নাইট ক্রিম কোনরকম কেমিক্যাল ছাড়া শুধুমাত্র প্রাকৃতিক জিনিস ব্যবহার করে দারুন ভাবে তৈরি করা যায় নাইট ক্রিম। আর এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোন রকম ভয় থাকে না। বরং ত্বক আরও ভালো থাকে । কিন্তু বাড়িতে নাইট ক্রিম তৈরি করা কি আর মুখের কথা ? উত্তরে বলতে হয় , অবশ্যই বাড়িতে নাইট ক্রিম তৈরি করা ভীষণ সোজা। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন রাত্রিকালীন ত্বক পরিচর্যার নাইট ক্রিম।

* গ্লিসারিন ক্রিম : গ্লিসারিন শুধু জলের সঙ্গে মিশিয়েও আমরা অনেক সময় মেখে থাকি। তবে নাইট ক্রিম তৈরি করার জন্য প্রথমে এক টেবিল চামচ নারকেল তেল নিতে হবে। তাতে মেশাতে হবে এক টেবিল চামচ আমন্ড অয়েল। এই তেল দুটির মিশ্রণকে ভালোভাবে গরম করে তার মধ্যে মিশিয়ে দিতে হবে দুই টেবিল চামচ গোলাপ জল এবং এক টেবিল চামচ গ্লিসারিন । ভালো করে সেটি মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। আর তারপর ভরে রাখুন কৌটোতে । ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন রাতে ব্যবহার করুন এই ক্রিম । ত্বক সারাদিন থাকবে হাইড্রেটেড।

* অ্যালোভেরা নাইট ক্রিম : এক চা চামচ ল্যাভেন্ডার অয়েল, এক চা চামচ রোজ অয়েল এবং দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিম মেখে নিন মুখে। এতে আপনার সারাদিনের ক্লান্তি কাটবে। ত্বক উজ্জ্বল হবে এবং দাগ ছোপ ও ব্রণর সমস্যাও কমবে।

* অলিভ অয়েল নাইট ক্রিম : একটি পাত্রে দুই টেবিল চামচ নারকেল তেল নিন । তার সঙ্গে মিশিয়ে দিন হাফ কাপ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ বিজ ওয়াক্স (Beeswax) । এরপর হালকা আঁচে ভালোভাবে গলিয়ে নিন। খানিকক্ষণ নাড়াচাড়ার পর ক্রিমটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। ঠান্ডা হয়ে যাওয়া মিশ্রণটি কৌটোয় ভরে রাখুন। এটি দু থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন এই ক্রিম প্রতিদিন রাতে ব্যবহার করলে আপনার ত্বক থাকবে ময়েশ্চারাইজ।

* অ্যাভোকাডো নাইট ক্রিম : পাকা অ্যাভোকার্ডোর পাল্প ভালো করে ম্যাশ করে নিন যেন । কোনরকম দানা যেন না থাকে । এরপর হাফ কাপ টক দই নিয়ে ব্লেন্ডারে দুটি উপকরণকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিন । রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে এই মিশ্রনের প্রলেপ লাগিয়ে নিন। প্রতিদিন নয়, অন্ততপক্ষে সপ্তাহে দুবার এটি ব্যবহার করলেই যথেষ্ট। এই ক্রিম আপনার ত্বকের যে কোন দাগ চোখ দূর করতে ভীষণভাবে সাহায্য করবে । একইসঙ্গে আপনার ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version