DhanaDhanye Auditorium: মহানগর পেল বিশাল শঙ্খের আকারের ধনধান্য অডিটোরিয়াম, বিশেষত্ব জানলে চমকাবেন

।। প্রথম কলকাতা ।।

DhanaDhanye Auditorium: দূর থেকে দেখলে মনে হবে এক বিশাল আকৃতির অসাধারণ শঙ্খ। আসলে এটি একটি অডিটোরিয়াম (Auditorium)। রাজ্যের মুকুটে নয়া পালক, সাড়া ফেল দিয়েছে বঙ্গের এই বিশেষ অডিটোরিয়াম। তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৪৪০ কোটি টাকা। ৬৫০০ মেট্রিক টন ইস্পাতে তৈরি ছয় তলা স্টেডিয়ামের নাম ধনধান্য (Dhana Dhanye)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) শঙ্খের আকৃতিতে তৈরি থ্রি টায়ার এই প্রেক্ষাগৃহের উদ্বোধন করেছেন।

আয়ারল্যান্ড থেকে এসেছে প্রায় ৩০ হাজারের বেশি বিদেশি আলো। প্রায় ২ হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম ছাড়াও রয়েছে একটি মিনি অডিটোরিয়াম, যেখানে প্রায় ৫৪০ টি আসন রয়েছে। ১৫টি শয্যা বিশিষ্ট একটি ডরমেটরি রয়েছে। একত্রে পার্কিং করা যাবে প্রায় ২৫০টি গাড়ি। এছাড়ও পাবেন ব্যাঙ্কোয়েট থেকে ফুড পার্ক। বাইরে থেকে দেখলে মনে হবে এক বিশাল শঙ্খ। অডিটোরিয়ামটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। দিনে যেটি দেখতে লাগে তুষার শঙ্খের মতো, রাতে সেটি আলোর মায়ায় মোহময়ী রূপ ধারণ করে। বৃহস্পতিবার আলিপুরে অসাধারণ শঙ্খ আকৃতির ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান ছিল রীতিমত চাঁদের হাট। যেখানে টলি পাড়ার বহু শিল্পী উপস্থিত ছিলেন। নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী সায়ন্তিকা এবং শুভশ্রী।

এক কথায় বলতে গেলে শহরবাসী কাছে অডিটোরিয়াম একটি চোখ ধাঁধানো উপহার। যা মহানগরের মাথায় যোগ করেছে নয়া মুকুট। আলিপুরের বুকে যেন এক বিশাল তুষার শুভ্র শঙ্খ। নকশা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা থেকে। যেখানে ফুটে উঠেছে প্রায় ৩৩ হাজার রং। অডিটোরিয়ামটি তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে, কিন্তু করোনার কারণে বহুদিন কাজ বন্ধ ছিল। অবশেষে ২০২৩ এর ১৩ই এপ্রিল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অডিটোরিয়ামটির উদ্বোধন করেন। এটি তৈরি হয়েছে পুরোটাই লোহার কাঠামো দিয়ে। ব্যবহার করা হয়েছে ফ্রান্স থেকে আনা জিঙ্কের চাদর। অডিটোরিয়ামটি চওড়ায় ২১০ ফুট এবং লম্বায় প্রায় ৫১০ ফুট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version