Home Made AC: মাত্র ২০ টাকাতেই ম্যাজিক, বাড়িতেই বানান মিনি এসি! পাবেন ঠান্ডা হাওয়া

।। প্রথম কলকাতা ।।

 

Home Made AC: বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড দাবদাহ। বইছে লু। রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রিতে, কোথাও আবার ৪০ ডিগ্রির বেশি। এই অবস্থায় দুপুরে যে একটু শান্তিতে মানুষ ঘুমাবে সে উপায় নেই। যারা অর্থবান ব্যক্তি তাদের বাড়িতে এসি(AC) কিংবা কুলার রয়েছে। কিন্তু যারা টিনের ছাউনির ঘরেতে থাকে তাদের কথা একবার ভাবুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদও বাড়ে। পাশাপাশি ঘরের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এমত পরিস্থিতিতে আপনি ঘর ঠান্ডা রাখতে পারেন মাত্র ২০ টাকার খরচে নিজের হাতেই বানিয়ে ফেলতে পারেন মিনি এসি(Mini AC)। এই সহজ উপায়ে আপনার ঘর কয়েক ঘন্টা জন্য বেশ ঠান্ডা থাকবে। যদি বাড়িতে ফ্রিজ থাকে তাহলে এক্সটা ২০ টাকা খরচ করারও প্রয়োজন নেই।

 

(১)ঘর ঠান্ডা রাখতে প্রথমে প্রয়োজন একটা টেবিল ফ্যান। যা প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। প্রথমে দুটি এক লিটারের জলের বোতল নেবেন। তারপর জলের বোতলের পিছন দিকটা গোল করে ছুরি দিয়ে কেটে নেবেন। এমন ভাবে কাটবেন যাতে পুরোটা বাদ না যায়। বোতলের কাটা অংশের কিছুটা মূল বোতলের সঙ্গে জুড়ে থাকবে।

 

(২)দ্বিতীয় ধাপে একটি লোহার সরু রড গরম করে বোতলের পিছন দিকে কয়েকটি সার বদ্ধ ভাবে ছিদ্র করে নেবেন। এই ছিদ্রগুলি আপনি লোহার রড ছাড়াও যে কোন ধারালো অস্ত্র দিয়ে করতে পারেন। ছিদ্র গুলি করার সময় প্রথমে বোতলটি দুই ভাগে ভাগ করে নেবেন। ছিদ্র গুলি বোতলের পিছন দিকের অংশগুলিতে করবেন। সামনের দিকের অংশে ছিদ্র করবেন না।

 

(৩)সরু তার ওই ছিদ্র গুলি দিয়ে গলিয়ে বোতল দুটি উল্টে টেবিল ফ্যানের পিছনে বেঁধে দেবেন। বোতলটি উল্টো ভাবে বাঁধবেন অর্থাৎ বোতলের মুখের অংশ থাকবে নিচের দিকে। যাতে সেখানে জল কিংবা বরফ রাখলে নিচে না পরে।

 

(৪)এই নিচের দিকে অংশে অর্থাৎ বোতলটির মুখের দিকে কিন্তু কোন ছিদ্র থাকবে না। বোতলের ওই অংশে রাখতে হবে কিছুটা বরফ। যদি বাড়িতে বরফ না থাকে মাত্র ১০ থেকে ২০ টাকা খরচ করে বাজার থেকে বরফ কিনে আনতে পারেন।

 

এবার ফ্যান চালালে দেখবেন কিছুক্ষণের জন্য হলেও আপনার ঘর বেশ ঠান্ডা রয়েছে। এই উপায়ে আপনার দুপুরের ঘুম কয়েক ঘণ্টার জন্য আরামদায়ক হবে। বাইরের তীব্র দাবদাহ অনুভব করতে পারবেন না। যদিও এক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার ভয় নেই। কারণ বরফ গলে জল বোতলের নিচের অংশতেই পড়ে থাকবে। শুধু খেয়াল রাখবেন যে অংশে বরফ রাখছে সেখানে যেন কোন ছিদ্র না থাকে।

Exit mobile version