।।প্রথম কলকাতা।।
Stationary business: অন্যান্য ব্যবসার তুলনা স্টেশনারি ব্যবসায় লাভ হওয়ার সহজ। কেনোনা স্টেশনেরই পণ্যের চাহিদা সব সময় থাকে। সারা বছরই শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রীর প্রয়োজন হয়। সুতরাং এই ব্যবসাটি করে আপনি লাভবান হতে পারেন। আয়ের পরিমাণ নির্ভর করে বিক্রির উপর। লোকসমাগম বেশি হয় এমন স্থানে দোকান হলে সে ক্ষেত্রে আপনার প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা থাকতে পারে। ব্যবসার হিসেব রাখার নিয়ম জানা থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।
আনুমানিক ৫০ হাজার থেকে এক লাখ মূলধন প্রয়োজন হতে পারে। স্টেশনারি ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে অবস্থানের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। স্টেশনারি সামগ্রীর কিছু নির্দিষ্ট গ্রাহক রয়েছে। স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বাণিজ্যিক এলাকায় এই ধরনের দোকান করলে বেশি বিক্রি হবে। কারণ এরাই মূল ক্রেতা। প্রাথমিকভাবে আপনি একটি ছোট দোকান নিয়ে শুরু করতে পারেন পরবর্তীতে বিক্রি বেশি হলে বড় দোকান করতে পারেন।
দোকান যেমনই হোক ছোট কিংবা বড় দোকানে সব ধরনের পণ্য রাখার চেষ্টা করতে হবে। একটি কাঁচে ঘেরা সেলফ সামনের দিকে রাখতে হবে, ভেতরে থাকা সামগ্রীকগুলি বাইরে থেকে যেন দেখা যায়। কিছু কাঠের সেলফ দেওয়ালের সাথে লাগাতে হবে। এর মধ্যে আকর্ষণীয় পণ্যগুলো সাজিয়ে রাখতে হবে।
স্টেশনারি দোকানের স্থায়ী উপকরণ গুলো দোকানের আকৃতির উপর নির্ভর করে। ছোট আকারে দোকানের ক্ষেত্রে একটি ছোট টেবিল ,একটি চেয়ার ,কিছু কাঠের সেলফ যেগুলো দেওয়ালের সঙ্গে লাগানো থাকবে একটি কাঁচের ঘেরা সেলফ দরকার হবে। মূল ধন বেশি থাকলে স্টেশনেরই সামগ্রির পাশাপাশি একটি ফটোকপি মেশিন এবং ফ্লেক্সিলোড সুবিধা রাখা যেতে পারে। এরফলে কাস্টমারকে হাত ছাড়া করতে হবে না। ব্যানার ও সাইনবোর্ড ইত্যাদি দিয়ে দোকানটি পরিবেষ্টিত করতে হবে। যেন বাইরে থেকে বোঝা যায় এটি একটি স্টেশনারি দোকান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম